ছবিঘর
সৌদি আরবের রেশমি গাউনে ব্রিটিশ গায়িকা

লালগালিচায় ব্রিটিশ গায়িকা রিটা অরা।

সৌদি আরবের ফ্যাশন ডিজাইনার মোহাম্মদ আশি’র আশি স্টুডিওর রেশমি গাউনে হাজির হন রিটা অরা।

তারকা দম্পতি রিটা অরা ও নিউজিল্যান্ডের ফিল্মমেকার-অভিনেতা তাইকা ওয়াইতিতি।

তৃতীয়বারের মতো এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস সঞ্চালনা করলেন রিটা অরা।

এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে রিটা অরা।

এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে রিটা অরা।

সঞ্চালনার পাশাপাশি গান গেয়েছেন রিটা অরা।

সদ্যপ্রয়াত ওয়ান ডিরেকশন ব্যান্ডের সংগীতশিল্পী লিয়াম পেইনকে শ্রদ্ধা জানাতে গিয়ে কেঁদেছেন তিনি। গত মাসে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে হোটেল রুমের ব্যালকনি থেকে পড়ে ৩১ বছর বয়সে নিভে গেছে লিয়ামের জীবন।

দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা।

সেরা রিদমঅ্যান্ডব্লুজ (আরঅ্যান্ডবি), সেরা আফ্রোবিটস ও সেরা আফ্রিকান সংগীতশিল্পী স্বীকৃতি পেয়েছেন টাইলা।

সংগীত পরিবেশন করেছেন টাইলা।

টাইলার সংগীত পরিবেশনা উপভোগ করেছেন দর্শক-শ্রোতারা।

ব্রিটিশ গায়িকা রেই।

ব্রিটিশ গায়িকা রেই।

সংগীত পরিবেশন করেছেন রেই।

সংগীত পরিবেশনায় রেই।

বেস্ট ইউকে ও আয়ারল্যান্ড অ্যাক্ট পুরস্কার জিতেছেন রেই।

এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসের লালগালিচায় কোরিয়ান পপ ব্যান্ড লে সেরাফিমের সংগীতশিল্পীরা।

প্রথমবার এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে সংগীত পরিবেশন করেছে কোরিয়ান পপ ব্যান্ড লে সেরাফিম।

কোরিয়ান পপ ব্যান্ড লে সেরাফিমের পরিবেশন দর্শক-শ্রোতাদের মাতিয়েছে।

বেস্ট পুশ পুরস্কার জিতেছে লে সেরাফিম।

লালগালিচায় দ্য ওয়ার্নিং ব্যান্ডের ড্যানিয়েলা, পলিনা ও আলেহান্ড্রা ভিয়ারেয়াল ভেলে।

মেক্সিকান রক ব্যান্ড দ্য ওয়ার্নিংয়ের তিন সংগীতশিল্পী ব্যক্তিজীবনে বোন।

সংগীত পরিবেশন করছেন ড্যানিয়েলা ভিয়ারেয়াল ভেলে।

দ্য ওয়ার্নিং ব্যান্ডের সংগীত পরিবেশনা।

আমেরিকান র্যাপার ও অভিনেতা বাস্টা রাইমস সংগীত পরিবেশন করেছেন। তাকে দেওয়া হয়েছে গ্লোবাল আইকন স্বীকৃতি।

সংগীত পরিবেশন করেছে পেট শপ বয়েজ। তারা পেয়েছেন পপ পাইওনিয়ারস খেতাব।

লালগালিচায় আলবেনিয়ান গায়িকা জোয়ানা জা।

ব্রিটিশ টেলিভিশন ও রেডিও সঞ্চালক ভিক হোপ।

ব্রিটিশ টিভি সঞ্চালক ও রেডিও ডিজে মায়া জ্যামা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
