বলিউড
সৌদি আরবে একমঞ্চে আমির গাইলেন, শাহরুখ-সালমান নাচলেন

(বাঁ থেকে) সালমান খান, শাহরুখ খান ও আমির খান (ছবি: এক্স)
বলিউডের প্রভাবশালী তিন খান শাহরুখ, সালমান ও আমিরকে একসঙ্গে পাওয়া বিরল ঘটনা। শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে একমঞ্চে একসঙ্গে ধরা দিয়েছিলেন তারা। আরেকবার সেই অসাধ্য সাধন হলো! একফ্রেমে দেখা গেলো তিন খানকে। তাদের একসঙ্গে তোলা ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।
গতকাল (১৭ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে বুলভার্ড সিটির এসইএফ অ্যারেনায় ‘জয় ফোরাম’ শীর্ষক অনুষ্ঠানে সিনেমা ও নিজেদের পরিবার নিয়ে কথা বলেছেন শাহরুখ, সালমান ও আমির। তাদের আড্ডা সঞ্চালনা করেন সুহা নোয়াইলাটি।

(বাঁ থেকে) সুহা নোয়াইলাটি, সালমান খান, শাহরুখ খান ও আমির খান (ছবি: এক্স)
সৌদি আরবে তিন খানের সঙ্গে ছবি তুলেছেন বিখ্যাত ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে ছবিটি পোস্ট করে মিস্টার বিস্ট ভারতবাসীর কাছে প্রশ্ন রেখেছেন, ‘আমাদের সবাই মিলে কি কিছু করা উচিত?’

তিন খানের সঙ্গে মিস্টার বিস্ট (ছবি: ইনস্টাগ্রাম)
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত আরিয়ান খানের ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজে শাহরুখ, সালমান ও আমির বিভিন্ন দৃশ্যে পৃথকভাবে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। ‘জয় ফোরাম’ আড্ডায় আরিয়ানের প্রশংসা করেন সালমান।

(বাঁ থেকে) সুহা নোয়াইলাটি, সালমান খান, শাহরুখ খান ও আমির খান (ছবি: এক্স)
একপর্যায়ে ‘আনোখি রাত’ (১৯৬৮) সিনেমার ‘ও রে তাল মিলে নদী কে জল মে’ গানটি খালি গলায় গেয়ে শোনান আমির খান। তখন পেছনে নাচের মুদ্রা দেখিয়েছেন শাহরুখ ও সালমান।

সৌদি আরবের বিনোদন শিল্পের নিয়ন্ত্রক সংস্থা জেনারেল এন্টারটেইনমেন্ট অথোরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আলালশিখের সঙ্গে তিন খান (ছবি: এক্স)
তিন দশকের বেশি সময় ধরে বি-টাউনে রাজত্ব করছেন তিন খান শাহরুখ, সালমন ও আমির। বলিউডের এই ত্রয়ীকে একই সিনেমায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। তিন তারকাকে একফ্রেমে দেখার অপেক্ষায় দিন গোনেন বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য দর্শক। সবার সেই স্বপ্নপূরণ হবে কিনা সময়ই বলবে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস