বিশ্বসংগীত
স্করপিয়নসকে রিকশা পেইন্ট করা চশমা উপহার দিলো চিরকুট
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন জুবিলি কনসার্ট বাংলাদেশ’। এতে সংগীত পরিবেশন করেছে জার্মানির বিশ্বনন্দিত রক ব্যান্ড স্করপিয়নস এবং বাংলাদেশের চিরকুট ব্যান্ড। ৬ মে রাত ৮টায় (বাংলাদেশ সময় ৭ মে সকাল) ছিল এই আয়োজন। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে ‘লেট দ্য মিউজিক স্পিক’ প্রতিপাদ্যে আয়োজিত এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ সাইবার নিরাপত্তায় ইউএনডিপি’র (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) তহবিলে দেওয়া হবে। কনসার্টের কিছু মুহূর্ত দেখে নিন।

স্করপিয়নসের কণ্ঠশিল্পী ক্লাউস মাইনকে বিশেষ একটি চশমা উপহার দিয়েছে চিরকুট। চশমাটিতে রিকশা পেইন্ট রয়েছে। একপাশে লেখা চিরকুট, অন্যপাশে স্করপিয়নস (ছবি: ফেসবুক)

চশমাটি উপহার পেয়ে ক্লাউস মাইন জিজ্ঞেস করেন, ‘আমাদের জন্য এই চমৎকার সানগ্লাস বানিয়েছো?’ সুমীর উত্তর, ‘হ্যাঁ।’ চশমাটি দেখে ক্লাউস মাইন বলেন, ‘বিউটিফুল।’

স্করপিয়নসের কণ্ঠশিল্পী ক্লাউস মাইনের চোখে চিরকুটের উপহার দেওয়া রিকশা পেইন্ট করা চশমা (ছবি: ফেসবুক)

‘গোল্ডেন জুবিলি কনসার্ট বাংলাদেশ’ আয়োজনের সব টিকিট বিক্রি হয়েছে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বহির্ভাগে কনসার্টের বিলবোর্ডে সেই তথ্য লেখা (ছবি: ফেসবুক)

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সংগীত পরিবেশন করে ইতিহাস গড়লো চিরকুট। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’ (ছবি: ফেসবুক)

‘গোল্ডেন জুবিলি কনসার্ট বাংলাদেশ’ উপভোগের জন্য ম্যাডিসন স্কয়ার গার্ডেন ছিল কানায় কানায় পরিপূর্ণ (ছবি: ফেসবুক)

১৯৬৫ সালে গঠিত স্করপিয়নসকে বলা হয়ে থাকে ‘ফাদার অব রক মিউজিক’। হার্ড রক, হেভিমেটাল, গ্ল্যাম মেটাল ও সফট রক ধাঁচের গান উপহার দিয়েছে ব্যান্ডটি (ছবি: ফেসবুক)

স্করপিয়নসের চার সদস্য (বাঁ থেকে) বেজিস্ট পাওয়েল মাচিওদা, গায়ক ক্লাউস মাইন, রিদম গিটারিস্ট রুডলফ শেনকার ও লিড গিটারিস্ট ম্যাথিয়াস জ্যাবস (ছবি: ফেসবুক)

স্করপিয়নসের সবচেয়ে বিখ্যাত গান ‘উইন্ড অব চেঞ্জ’। আশির দশকের শেষ ভাগে ও নব্বই দশকের শুরুতে পূর্ব ইউরোপে রাজনৈতিক পরিবর্তন এবং বার্লিন ওয়ালের পতনের প্রেক্ষাপটে প্রতীকী গান ভাবা হয় এটিকে (ছবি: ফেসবুক)

মঞ্চে তখন হাজির স্করপিয়নস। মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চিরকুটের শারমিন সুলতানা সুমী ও ইমন চৌধুরীর সেলফি (ছবি: ফেসবুক)

স্করপিয়নসের সঙ্গে চিরকুট! কী দারুণ স্মরণীয় রাত! সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছে চিরকুট (ছবি: ফেসবুক)

স্করপিয়নসের সঙ্গে একমঞ্চে সংগীত পরিবেশন করা এবং তাদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো মনের চিরকুটে লেখা থাকবে চিরকাল (ছবি: ফেসবুক)
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
