Connect with us

ওটিটি

‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ সিরিজের টিজার এলো, মুক্তি পাবে তিন ধাপে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ সিরিজে ডেভিড হারবার ও মিলি ববি ব্রাউন (ছবি: নেটফ্লিক্স)

নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম মৌসুমের অফিসিয়াল টিজার প্রকাশ্যে এলো। এতে জানানো হয়েছে, বহুল প্রতীক্ষিত ‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ মুক্তি পাবে তিন ধাপে। ২ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে সিরিজের জনপ্রিয় সব চরিত্রের একঝলক উপস্থিতি রয়েছে। 

এবারের গল্পের প্রেক্ষাপট ১৯৮৭ সালের শরৎ। রিফ্টস খুলে যাওয়ায় হকিন্স শহরে ভীতি ছড়িয়ে পড়ে। ফলে সিরিজের মূল নায়কেরা একটি লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়। সেটি হলো ভেকনাকে খুঁজে বের করে মেরে ফেলা। কিন্তু ভেকনা নিখোঁজ হয়ে গেছে। তার অবস্থান ও পরিকল্পনা অজানা। এ কারণে হকিন্সের নায়কদের মিশন জটিল হয়ে ওঠে। সরকার শহরটিকে সামরিক কোয়ারেন্টিনে রেখেছে। সেই সঙ্গে ইলেভেনকে খুঁজে বের করার কার্যক্রম জোরদার করেছে। তাই মেয়েটি আবার আত্মগোপনে যেতে বাধ্য হয়। এদিকে উইলের অন্তর্ধানের বার্ষিকী যত এগিয়ে আসে, ততই এক ভারী ও পরিচিত আতঙ্ক তৈরি হতে থাকে। ধীরে ধীরে চূড়ান্ত যুদ্ধ ঘনিয়ে আসে। হকিন্সের নায়কেরা আগের তুলনায় অনেক শক্তিশালী ও মারাত্মক একটি অন্ধকারের সম্মুখীন হয়। এমন পরিস্থিতির অবসান ঘটাতে তাদের সবাই শেষবারের মতো একসঙ্গে দাঁড়ায়।

‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ সিরিজের পোস্টার (ছবি: নেটফ্লিক্স)

টিজারে উল্লেখ রয়েছে, আগামী ২৬ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় আসবে ‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’-এর ভলিউম ওয়ান। এরপর ২৫ ডিসেম্বর বড়দিনে বাংলাদেশ সময় ভোর ৬টায় এবারের মৌসুমের ভলিউম টু ছাড়বে নেটফ্লিক্স। ‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ সিরিজের দ্য ফিনালে মুক্তি পাবে ২০২৬ সালের ১ জানুয়ারি বাংলাদেশ সময় ভোর ৬টায়।

‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ সিরিজে অভিনয় করেছেন ব্রিটিশ তারকা মিলি ববি ব্রাউন (ইলেভেন), জেমি ক্যাম্পবেল বাওয়ার (ভেকনা), চার্লি হিটন (জনাথন বায়ার্স), নেল ফিশার (হলি হুইলার), আমেরিকান তারকা উইনোনা রাইডার (জয়েস বায়ার্স), ডেভিড হারবার (জিম হপার), লিন্ডা হ্যামিল্টন (ড. কে), মায়া হক (রবিন বাকলি), গ্যাটেন মাতারাৎসো (ডাস্টিন হেন্ডারসন), ক্যালেব ম্যাকলফলিন (লুকাস সিনক্লেয়ার), নোয়া শ্ন্যাপ (উইল বায়ার্স), স্যাডি সিঙ্ক (ম্যাক মেফিল্ড), নাটালিয়া ডায়ার (ন্যান্সি হুইলার), জো কিরি (স্টিভ হ্যারিংটন), কারা বুয়োনো (ক্যারেন হুইলার), জেক কনেলি (ডেরেক টার্নবো), কানাডিয়ান অভিনেতা-সংগীতশিল্পী ফিন ভলফার (মাইক হুইলার), আইরিশ অভিনেত্রী অ্যামিবেথ ম্যাকনাল্টি (ভিকি)।

‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ সিরিজের দৃশ্য (ছবি: নেটফ্লিক্স)

আমেরিকান টিভি পরিচালক, প্রযোজক ও লেখক ডাফার ভ্রাতৃদ্বয় ম্যাট ও রস ডাফার ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের স্রষ্টা। তারাই এর নির্বাহী প্রযোজক। তাদের প্রতিষ্ঠান আপসাইড ডাউন পিকচার্স ও ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার পরিচালক শন লেভির প্রতিষ্ঠান টোয়েন্টি ওয়ান ল্যাপস এন্টারটেইনমেন্ট পঞ্চম মৌসুম প্রযোজনা করেছে।

‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ সিরিজে উইনোনা রাইডার (ছবি: নেটফ্লিক্স)

আপসাইড ডাউন পিকচার্সের তথ্যানুযায়ী, নেটফ্লিক্সে একসপ্তাহে সর্বাধিকবার দেখা ইংরেজি ভাষার অনুষ্ঠানের মধ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর চতুর্থ মৌসুম রয়েছে সবার ওপরে। প্রথম সাত দিনে এটি ৩৩৫.০১ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ