টেলিভিশন
স্বাধীনতা দিবসে রোকেয়া প্রাচীর ‘বজ্রকণ্ঠ’

‘বজ্রকণ্ঠ’ নাটকে ইমতিয়াজ বর্ষণ ও রোকেয়া প্রাচী (ছবি: মাছরাঙা টেলিভিশন)
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ একটি নাটক পরিচালনা করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। এর নাম রাখা হয়েছে ‘বজ্রকণ্ঠ’। শুধু পরিচালনাই নয়, এতে তাকে লাইব্রেরিয়ান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত ‘বজ্রকণ্ঠ’ নাটকের গল্প। তার বজ্রকণ্ঠে উজ্জীবিত হয়ে বাঙালিরা ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে স্বাধীনতার জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে।
‘বজ্রকণ্ঠ’র গল্পে দেখা যাবে, বেকার যুবক নিশান চাকরির জন্য খুব চেষ্টা করছে। এক অফিসের কর্মকর্তা তাকে পাঁচ লাখ টাকার বিনিময়ে চাকরি পাওয়ার নিশ্চয়তা দেয়। কিন্তু এতো বিপুল অর্থ তার নেই। এদিকে চাকরি না হলে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার চাপ আছে। এক বন্ধু নিশানকে কিছু টাকা দেবে বলে আশ্বাস দিয়েছে। বাকি টাকার জন্য অস্থিরতায় ভুগে সে জাতীয় গ্রন্থাগারে ঢুকেছে। নীরবে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটা শান্ত রাখার চেষ্টা করছে। একপর্যায়ে পড়ার জন্য বই খুঁজতে গিয়ে বঙ্গবন্ধুর ওপর কয়েকটি বই হাতে নেয় সে।

‘বজ্রকণ্ঠ’ নাটকে রোকেয়া প্রাচী (ছবি: মাছরাঙা টেলিভিশন)
লাইব্রেরিয়ান সেলিনা আজাদ একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তার বাবা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই বঙ্গবন্ধুর প্রতি তার আগ্রহ বরাবরই একটু বেশি। নিশানকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করেন তিনি। এরইমধ্যে নিশানের প্রেমিকা টাকা নিয়ে হাজির হয়। কিন্তু নিশান জানায়, ঘুষ দিয়ে চাকরি নিতে চায় না সে। সেলিনা আজাদ তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশের জন্য কাজ করেছেন সেই পথে হাঁটতে চায় নিশান।
নাটকটি রচনা করেছেন সাদেক সাব্বির। এতে নিশান চরিত্রে ইমতিয়াজ বর্ষণ এবং তার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। আজ (২৬ মার্চ) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘বজ্রকণ্ঠ’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস