গান বাজনা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যামের প্রয়াণ

সুজেয় শ্যাম (জন্ম: ১৪ মার্চ, ১৯৪৬-মৃত্যু: ১৮ অক্টোবর, ২০২৪)
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম আর নেই। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, সুজেয় শ্যাম ২০১৮ সাল থেকে ক্যানসারে ভুগছিলেন। এছাড়া ডায়াবেটিস ছিলো অনিয়ন্ত্রিত। কিডনির জটিলতাও ছিলো। গত জুনে তার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। গত ২৪ সেপ্টেম্বর আবার অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হলো না।’
১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন সুজেয় শ্যাম। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান ও পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটি সুর করেছিলেন তিনি। ‘বিজয় নিশান উড়ছে ওই’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি শহীদুল আমিন।

সুজেয় শ্যাম (জন্ম: ১৪ মার্চ, ১৯৪৬-মৃত্যু: ১৮ অক্টোবর, ২০২৪)
সুজেয় শ্যামের সুর করা গানের তালিকায় আরো আছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি।
সংগীতে অবদানের জন্য একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন সুজেয় শ্যাম। ২০১৫ সালে শিল্পকলা পদক ও ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
