Connect with us

শুভেচ্ছা

শবনম ফারিয়ার হঠাৎ বিয়ে, বর কে?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নবদম্পতি শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব (ছবি: ইনস্টাগ্রাম)

মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া হঠাৎ বিয়ে করলেন! তার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। গতকাল (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে ছিলেন কেবল দুই পরিবারের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। সবাইকে বাদাম ও খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়। 

জানা গেছে, শবনম ফারিয়ার বর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি এখন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

শবনম ফারিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

পারিবারিক সূত্র জানিয়েছে, আগামীতে বর-কনের সহকর্মী, অন্যান্য আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শবনম ফারিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

এ নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন শবনম ফারিয়া। ২০১৮ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন হারুনুর রশীদ অপুকে। তার প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়েবিচ্ছেদ হয়।

শবনম ফারিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

শবনম ফারিয়া মডেল হিসেবে শোবিজে পা রাখেন। এরপর অভিনয়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে0 বড় পর্দায় অভিষেক হয়েছে তার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ