Connect with us

হলিউড

হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রবার্ট রেডফোর্ড (জন্ম: ১৮ আগস্ট, ১৯৩৬; মৃত্যু: ১৬ সেপ্টেম্বর, ২০২৫)

খ্যাতিমান আমেরিকান অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই। তার বয়স হয়েছিলো ৮৯ বছর। আজ (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যে মারা গেছেন তিনি। তখন তার পাশে ছিলেন স্বজনেরা।

রবার্ট রেডফোর্ডের মৃত্যুতে বিশ্ব সিনেমা শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অভিনেত্রী মেরিল স্ট্রিপ, পরিচালক রন হাওয়ার্ডসহ অনেকে।

১৯৩৬ সালের ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় জন্মগ্রহণ করেন রবার্ট রেডফোর্ড। তার বিখ্যাত সিনেমার তালিকায় আছে “অল দ্য প্রেসিডেন্ট’স মেন”, ‘বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড’, ‘দ্য স্টিং’, ‘আউট অব আফ্রিকা’, ‘দ্য ন্যাচারাল’, ‘দ্য গ্রেট গ্যাটসবি’, ‘জেরেমিয়া জনসন’, ‘দ্য ক্যান্ডিডেট’, ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘থ্রি ডেজ অব দ্য কনডর’ ইত্যাদি। ২০১৮ সালে ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ মুক্তির পর অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

পরিচালক হিসেবে বড় পর্দায় আলাদা ছাপ রেখেছেন রবার্ট রেডফোর্ড। ১৯৮০ সালে ‘অর্ডিনারি পিপল’ সিনেমার জন্য সেরা পরিচালক শাখায় অস্কার জিতেছেন তিনি। ২০০২ সালে তাকে সম্মানসূচক অস্কারে ভূষিত করা হয়। পরিবেশ রক্ষার পক্ষে তাঁর নিরলস প্রচেষ্টা ছিলো।

রবার্ট রেডফোর্ড ১৯৭৮ সালে ইউটাহ রাজ্যে গড়ে তোলেন সানড্যান্স ইনস্টিটিউট। এর অংশ হিসেবে শুরু হয় সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল। সেই থেকে প্রতিবছর এই উৎসবের মাধ্যমে স্বাধীন ধারার নির্মাতারা নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে অমর হয়ে থাকবেন তিনি। এটি এখন স্বাধীন সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর। শুরুতে এর নাম ছিলো ‘ইউটাহ/ইউএস ফিল্ম ফেস্টিভ্যাল’। পরে ‘সানড্যান্স কিড’ চরিত্রের নামে এটি পরিচিতি পায়। চার দশক ধরে উৎসবটির মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন অনেকে। অসংখ্য নির্মাতার জীবন বদলে দিয়েছে এই আয়োজন। প্রতিবছরের জানুয়ারিতে পার্ক সিটিতে বসছে এর আসর।

সিনেমাওয়ালা প্রচ্ছদ