Connect with us

ঢালিউড

‘হাওয়া’ ও ‘মনপুরা’র প্রযোজকের নতুন দুই সিনেমায় শাকিব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

নতুন সিনেমার ঘোষণা দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার ‘সোলজার’ নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। এতে নাম ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে। এটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। ‘হাওয়া’, ‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’সহ বেশ কিছু নান্দনিক ও ব্যবসাসফল সিনেমা তৈরি হয়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। এগুলোর প্রতিটি রাষ্ট্রীয় সম্মাননাসহ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

গতকাল (৬ অক্টোবর) সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে ‘সোলজার’সহ দুই সিনেমার জন্য শাকিব খানের চুক্তি সম্পন্ন হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।

(বাঁ থেকে) অজয় কুমার কুন্ডু, অঞ্জন চৌধুরী ও শাকিব খান (ছবি: মাছরাঙা টেলিভিশন)

নতুন দুই সিনেমার চুক্তির মাধ্যমে দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্ত উন্মোচন হলো বলে মনে করেন শাকিব। তিনি বলেন, ‘আমরা দেশের বাইরে দেখি, শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার সিনেমায় বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে বেগবান করতে প্রতিনিয়ত সহায়তা করছে। দেশের সংস্কৃতির প্রতি ভীষণ অনুরাগী অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদস্বরূপ। তার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি, তাদের মতোই অন্যান্য প্রতিষ্ঠান ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে এগিয়ে আসবে, আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাববে।’

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘শাকিব খান নিঃসন্দেহে বাংলা সিনেমার জনপ্রিয় একটি নাম। ২৬ বছরের বেশি সময় ধরে শুধু সিনেমা নিয়েই ভেবেছেন ও সময় দিয়েছেন তিনি। সেজন্য তাকে সাধুবাদ জানাই। তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নতুন দুয়ার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস।’

জানা গেছে, ইতোমধ্যে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব। দেশপ্রেমকে উপজীব্য করে নির্মাণাধীন এই সিনেমায় তার বিপরীতে তানজিন তিশা থাকছেন বলে শোনা যাচ্ছে। এছাড়া অভিনয় করছেন তৌকীর আহমেদ, তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন কামরুল হাসান।

দেশপ্রেমের বার্তা নিয়ে ‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এটি তার প্রথম সিনেমা। এর আগে ছোট পর্দার জন্য বেশ কিছু নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে হাত পাকিয়েছেন তরুণ এই নির্মাতা।

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রযোজনায় শাকিবের আরেক সিনেমার নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে শাকিবের হাতে আরো আছে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নামের একটি সিনেমা। সম্প্রতি প্রকাশিত এর ফার্স্ট লুক পোস্টারে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ হতে যাচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম সিনেমা। নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে অ্যাকশন, অপরাধ, প্রেম ও পারিবারিক ড্রামার সম্মিলন থাকছে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’য়। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন, মোহাম্মদ নাজিমউদ্দিন ও আবু হায়াত মাহমুদ। ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ প্রযোজনা করছেন ক্রিয়েটিভ ল্যান্ডের শিরিন সুলতানা। এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ