Connect with us

টেলিভিশন

‘হাজারদুয়ারি’ খ্যাত স্কুলে ‘ইত্যাদি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ইত্যাদি’তে হানিফ সংকেত (ছবি: ফাগুন অডিও ভিশন)

কুড়িগ্রামের পর সীমান্তবর্তী আরেক জেলা চুয়াডাঙ্গায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং হলো। দামুড়হুদা উপজেলায় ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন ‘হাজারদুয়ারি’ নামে খ্যাত ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাজানো মঞ্চে হাজির হন উপস্থাপক হানিফ সংকেত। যথারীতি অনুষ্ঠানটি রচনা ও পরিচালনা করেছেন তিনিই।

‘ইত্যাদি’র শুটিং উপলক্ষে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায় ছিলো উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থলকে ঘিরে জমজমাট মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। প্রতিবারের মতোই দর্শকদের জন্য ছিলো বিশেষ আমন্ত্রণপত্র। এগুলো জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়। শুটিং শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যে দর্শক উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা মেহেরপুর ও ঝিনাইদহ থেকে দর্শকরা এসেছিলেন। তারা শীত উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে ‘ইত্যাদি’র শুটিং উপভোগ করেন।

‘ইত্যাদি’র দৃশ্যে বিউটি ও পান্থ কানাই (ছবি: ফাগুন অডিও ভিশন)

নাচ-গান
এবারের অনুষ্ঠানের শুরুতেই চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে রয়েছে স্থানীয় নৃত্যশিল্পীদের নাচ। নৃত্য পরিচালনায় এস কে জাহিদ। গানটি গেয়েছেন রাজিব ও তানজিনা রুমা। এর কথা লিখেছেন শাহ আলম সনি, সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজনে মেহেদী।

‘ইত্যাদি’র আবিষ্কার সংগীতশিল্পী পান্থ কানাই ও চুয়াডাঙ্গার মেয়ে কণ্ঠশিল্পী বিউটি সংগৃহীত সুরের ওপর একটি গান গেয়েছেন। এর কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী।

চুয়াডাঙ্গাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মধ্য থেকে চার জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকরা চিঠি ও রেললাইন নিয়ে বহুশ্রুত কয়েকটি জনপ্রিয় গান নিয়ে সাজানো পর্বে অংশ নেন।

‘ইত্যাদি’তে নৃত্যশিল্পীরা (ছবি: ফাগুন অডিও ভিশন)

নজরুল ও শরৎচন্দ্রের স্মৃতিঘেরা বাড়ি
চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনাসহ কয়েকটি প্রতিবেদন রয়েছে এবারের পর্বে। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত কাশিপুর জমিদার বাড়ি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিঘেরা আটচালা ঘরের ওপর প্রতিবেদন দেখা যাবে।

ফল-ফসলের জেলা চুয়াডাঙ্গার চারটি উপজেলায় অনেক তরুণের হাত দিয়ে নতুন দিনের কৃষির সূচনা ঘটছে। এখানকার ফল-ফসলের আদ্যোপান্ত নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। ‘বন্যপ্রাণী ও পাখির গ্রাম’ হিসেবে পরিচিত চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের তরুণ বখতিয়ার হামিদের পাখিপ্রেম তুলে ধরা হবে।

চুয়াডাঙ্গা জেলার গ্রামীণ অর্থনীতিতে এক নীরব বিপ্লব ঘটানো ব্ল্যাক বেঙ্গল গোট তথা বিশ্বের অন্যতম সেরা জাতের ছাগল নিয়ে এবং চুয়াডাঙ্গা জেলার হাজার হাজার খেজুর গাছ ও খেজুর বাগান আর গাছিদের ওপর থাকছে পৃথক প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদনে দেখানো হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড সড়কে অবস্থিত ডলবি থিয়েটারের সামনের ‘ওয়াক অব ফেম’।

‘ইত্যাদি’তে (বাঁ থেকে) আব্দুল্লাহ রানা, সুজাত শিমুল (ছবি: ফাগুন অডিও ভিশন)

চিঠি ও নাট্যাংশ
‘ইত্যাদি’র নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্বে থাকছে চুয়াডাঙ্গার একজন ব্যতিক্রম ছড়াকারের গল্প। এছাড়া রয়েছে সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক প্রসঙ্গ নির্ভর বেশ কিছু সরস ও তীর্যক নাট্যাংশ। এগুলোর বিষয়বস্তু হলো– দানের নামে ফটোসেশন, সংসারের ভারে স্বপ্নভঙ্গ, মিষ্টি নিয়ে অনাসৃষ্টি, ইংরেজির দাপটে অসহায় বাংলা ভাষা, বোঝা না বোঝার বোঝা, স্টাইলিশ আইকনের বিপত্তি, বিজ্ঞাপন যন্ত্রণা, ভালো মন্দের দ্বন্দ্ব, লোম বাছতে কম্বল উজাড়সহ বেশ কয়েকটি নাট্যাংশ।

এবারের ‘ইত্যাদি’তে অভিনয়শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য– সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদার, আবু হেনা রনি, বিলু বড়ুয়া, রতন খান, মন্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শাওন মজুমদার, সাবরিনা নিসা, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ অনেকে।

বরাবরের মতো ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। আগামী ২৬ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে অনুষ্ঠানটি। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ