Connect with us

ছবিঘর

হিমালয়ের দেশ রাঙিয়ে দিলেন কেয়া পায়েল

অভিনেত্রী কেয়া পায়েল নেপাল ভ্রমণ উপভোগ করছেন। হিমালয়ের দেশে ফুরফুরে মেজাজে আছেন তিনি। ঘুরে বেড়ানোর সময় তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই তারকা।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

গতকাল (২৬ আগস্ট) ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে হৃদয় আকৃতির দুটি ইমোজি জুড়ে দিয়ে কেয়া পায়েল লিখেছেন, ‘রঙিন নেপাল।’

মাল্টিকালার স্কার্ফ, লাল রঙের শর্ট-টপস ও জিন্স প্যান্টে দারুণ লাগছে কেয়া পায়েলকে। তার হাতে সিলভার রঙের চুড়ি ও কানে নীল রঙের দুল।

কেয়া পায়েলের ফেসবুক পেজে ৬১ লাখ ও ইনস্টাগ্রামে ১৫ লাখ ফলোয়ার।

কেয়া পায়েলের ছবিগুলোর পোস্টে ফেসবুকে লাইক পড়েছে ২৮ হাজারের বেশি। ইনস্টাগ্রামে লাভ রিয়েক্ট এসেছে ১০ হাজার।

নেপালের পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত পোখারা শহরে গত ২৪ আগস্ট দুটি ছবি পোস্ট করে কেয়া পায়েল লিখেছেন, ‘হ্যালো নেপাল।’

সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে ‘পারবো না তোমাকে ছাড়তে’ নামের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কেয়া পায়েল। এর মাধ্যমে চার বছর পর আবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন তারা। এ নিয়ে ইমরানের আটটি গানে দেখা গেছে কেয়া পায়েলকে। এ তালিকায় যুক্ত হওয়া গল্পনির্ভর সিনেম্যাটিক-রোমান্টিক মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি লিখেছেন ও সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন হুমায়রা ঈশিকা। এটাই তাদের প্রথম দ্বৈত গান। ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ