Connect with us

টেলিভিশন

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকীতে ‘তুমি চলে এসো এক বরষায়’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হুমায়ূন আহমেদ (জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৮; মৃত্যু: ১৯ জুলাই, ২০১২)

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ (১৯ জুলাই)। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার স্মরণে আজ সন্ধ্যা ৬টায় চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি চলে এসো এক বরষায়’। এতে অংশ নিয়েছেন কবি হাসান হাফিজ, অভিনেতা ফারুক আহমেদ, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম। পরিচালনায় অনন্যা রুমা।

আজ সকাল ১১টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হয়েছে গুণী অভিনেতা ও নির্মাতা আবুল হায়াতের পরিচালনায় হুমায়ূন আহমেদের নাটক ‘অন্য কোনোখানে’।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হয় তার। লেখালেখির প্রতি ভালোবাসা ও চলচ্চিত্র নির্মাণের স্পৃহা থেকে শিক্ষকতা পেশা ছেড়ে সৃজনশীল জগতে মনোনিবেশ করেন তিনি। ১৯৭২ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। নিজের বিভিন্ন উপন্যাসে তিনি সৃষ্টি করেছেন হিমু, মিসির আলী, শুভ্রের মতো জনপ্রিয় চরিত্র।

হুমায়ূন আহমেদ (জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৮; মৃত্যু: ১৯ জুলাই, ২০১২)

হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, গীতিকার, নাটক ও সিনেমা নির্মাতা। তার ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আশি ও নব্বই দশকে। তিনি সিনেমা নির্মাণেও ছিলেন সফল। তার পরিচালিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য— ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘ঘেটুপুত্র কমলা’।

নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘আগুনের পরশমণি’র জন্য সেরা প্রযোজক, সেরা কাহিনিকার ও সেরা সংলাপ রচয়িতা শাখা তিনটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ূন আহমেদ। ‘শঙ্খনীল কারাগার’-এর জন্য সেরা কাহিনিকার, ‘দারুচিনি দ্বীপ’-এর জন্য সেরা চিত্রনাট্যকার, ‘ঘেটুপুত্র কমলা’র জন্য সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন হুমায়ূন আহমেদ। এর আগে ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ