গান বাজনা
১৮তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

আজীবন সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম (ছবি: চ্যানেল আই)
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৮তম আসর অনুষ্ঠিত হলো। এবার আজীবন সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম। ঢাকার একটি হোটেলের বলরুমে গত ১৮ অক্টোবর সন্ধ্যায় ছিলো তারকাবহুল এই জমকালো আয়োজন। এবারের আসরে মোট ২০টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে।
সুজেয় শ্যামের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র, অর্থমূল্য চেক ও উত্তরীয় তুলে দেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ।

নুসরাত ফারিয়া (ছবি: ঈগল ড্যান্স গ্রুপ)
অনুষ্ঠানে সঞ্চালনা ও নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ইমরান মাহমুদুল, ঝিলিক। মিলা ইসলাম এবং দিলশাদ নাহার কনার সংগীত পরিবেশনের সঙ্গে ছিলো ঈগল ড্যান্স গ্রুপের কোরিওগ্রাফি।

মিলা ইসলাম (ছবি: ঈগল ড্যান্স গ্রুপ)
অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্মাতা-অভিনেতা, চ্যানেল আইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (নাটক ও সিনেমা) শহিদুল আলম। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে আগামী ২৮ অক্টোবর।

আতিয়া আনিসা (ছবি: ফেসবুক)
১৮তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা কণ্ঠশিল্পী (আধুনিক গান): রুনা লায়লা
সেরা সুরকার (আধুনিক গান): কৌশিক হোসেন তাপস
সেরা গীতিকার (আধুনিক গান): জয় শাহরিয়ার (একলা জেগে রই)
সেরা দ্বৈত কণ্ঠশিল্পী: আসিফ আকবর ও লোপা হোসাইন (আত্মা-সঙ্গী)
সেরা লোকসংগীতশিল্পী (পল্লিগীতি ও মরমী): ফাতিমা তুজ জোহরা ঐশী

ফাতিমা তুজ জোহরা ঐশী (ছবি: ফেসবুক)
সেরা ব্যান্ড: চিরকুট
সেরা কণ্ঠশিল্পী (সিনেমার গান): চন্দন সিনহা (ঠিকানাবিহীন তোমাকে, সিনেমা: হৃদিতা), ইমন চৌধুরী ও আতিয়া আনিসা (তোর সাথে আজ নামলাম রে পথে, সিনেমা: পাপ-পুণ্য)
সেরা সুরকার (সিনেমার গান): ফোয়াদ নাসের বাবু (আমি আকাশ ছুতে চাইনি, সিনেমা: পায়ের ছাপ)
সেরা গীতিকার (সিনেমার গান): রাসেল মাহমুদ (দামাল)

চিরকুট ব্যান্ডের সদস্যরা (ছবি: চিরকুট)
সেরা নজরুলসংগীত শিল্পী: খায়রুল আনাম শাকিল
সেরা রবীন্দ্রসংগীত শিল্পী: বুলবুল ইসলাম
সেরা নতুন কণ্ঠশিল্পী: হুমায়রা ঈশিকা
সেরা কণ্ঠশিল্পী (উচ্চাঙ্গসংগীত): সুপ্রিয়া দাস
সেরা যন্ত্রশিল্পী (উচ্চাঙ্গসংগীত): সোহিনী মজুমদার ও সুব্রত বিশ্বাস

দিলশাদ নাহার কনা (ছবি: ঈগল ড্যান্স গ্রুপ)
সেরা কণ্ঠশিল্পী (বিষয়ভিত্তিক গান): শুভ্র দেব
সেরা গীতিকার (বিষয়ভিত্তিক গান): মাহমুদ মুরাদ
সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার: সৈয়দ আরিফ আল হক
সেরা মিউজিক ভিডিও নির্মাতা: ইয়ামিন ইলান (গান: নীল অঞ্জনঘন, কণ্ঠশিল্পী অণিমা রায়), তানিম রহমান অংশু (শিল্পী তাসনিম আনিকা)
সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক
বিশেষ পুরস্কার: মাহবুবা রহমান, শবনম মুশতারী এবং ব্যান্ড এফ মাইনর
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
