Connect with us

বলিউড

৮ দিনে ৪০০ কোটি ছাড়ালো ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় ঋষভ শেঠি (ছবি: হোম্বেল ফিল্মস)

ভারতের বক্স অফিসে এখন রাজত্ব করছে কন্নড় তারকা ঋষভ শেঠির নতুন সিনেমা ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। এটি মুক্তির আট দিনে শুধু ভারতেই ৩২৬ কোটি ২৮ লাখ রুপি ব্যবসা করেছে। বিদেশেও রমরমিয়ে ব্যবসা করছে ২ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের কন্নড় ভাষার সিনেমাটি। বিভিন্ন দেশে এর টিকিট বিক্রি থেকে এসেছে ৬৪ কোটি রুপি। সব মিলিয়ে মোট সংগ্রহের অঙ্ক ৪০০ কোটি রুপির ঘর ছাড়িয়েছে। 

গত ২ অক্টোবর কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। হোম্বেল ফিল্মস প্রযোজিত সিনেমাটির হিন্দি সংস্করণ সাত দিনে আয় করেছে ১০৩ কোটি ১০ লাখ রুপি। হিন্দিতে ডাব করা সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় এটি ১২ নম্বরে ঢুকে পড়েছে। চলতি বছরহিন্দিতে ডাব করা সিনেমার মধ্যে এর আগে কেবল ‘মহাবতার নরসিমহা’ ১৮২ কোটি ৮৩ লাখ রুপি আয় করেছে।

‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় রুক্মিনী বসন্ত (ছবি: হোম্বেল ফিল্মস)

ভারতে প্রথম তিন দিনে এর টিকিট বিক্রি থেকে এসেছে ১৬২ কোটি ৮৫ লাখ রুপি। এরমধ্যে প্রথম দিন ৬১ কোটি ৮৫ লাখ, দ্বিতীয় দিন ৪৬ কোটি ও তৃতীয় দিন ৫৫ কোটি রুপি সংগ্রহ করেছে। কন্নড় ইন্ডাস্ট্রির ইতিহাসে চতুর্থ সিনেমা হিসেবে ১৫০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে এটি।

২০২২ সালে ১৬ কোটি রুপি বাজেটে নির্মিত ‘কান্তারা’ ৪০০ কোটি ছাড়ানো ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলে। আলোড়ন সৃষ্টিকারী সেই সিনেমার প্রিক্যুয়েল হিসেবে ১২৫ কোটি রুপি ব্যয়ে তিন বছর ধরে তৈরি হয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। এবারও গল্প, চিত্রনাট্য ও সংলাপ লেখা আর পরিচালনার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন কন্নড় তারকা ঋষভ শেঠি। আগের সিনেমার দারুণ সাফল্যের পর দর্শকদের আকাশছোঁয়া প্রত্যাশা ষোলকলা পূর্ণ করেছেন তিনি।

‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় ঋষভ শেঠি (ছবি: হোম্বেল ফিল্মস)

প্রাচীন ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে যুক্ত লোকজ বিশ্বাসের মেলবন্ধনে সাজানো পৌরাণিক অ্যাকশন ধাঁচের সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ দর্শক, শিল্পী, নির্মাতা ও সমালোচকরা। অভিনেতা প্রভাস, জুনিয়র এনটিআর, যশ, রিতেশ দেশমুখ, অনুপম খের, পরিচালক মধুর ভান্ডারকর, সন্দীপ রেড্ডি বাঙ্গা, রাম গোপাল ভার্মা, ক্রিকেটার কেএল রাহুল। গল্পের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়ায় ঋষভ শেঠিকে সাধুবাদ জানিয়েছেন ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদব।

‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় প্রিন্সেস কঙ্কাবতীর ভূমিকায় নজর কেড়েছেন রুক্মিনী বসন্ত। কঙ্কাবতীর বাবার চরিত্রে জয়রাম ও কঙ্কাবতীর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া।

সিনেমাওয়ালা প্রচ্ছদ