Connect with us

টেলিভিশন

৭৭তম এমি অ্যাওয়ার্ডসে ১৫ বছরের কিশোরের ইতিহাস

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সর্বকনিষ্ঠ এমি অ্যাওয়ার্ডস জয়ী ওয়েন কুমার (ছবি: এমি)

৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সর্বাধিক ছয়টি শাখায় সেরা হয়েছে নেটফ্লিক্সের মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। এর গল্প ১৩ বছর বয়সী স্কুলছাত্র জেমি মিলারকে কেন্দ্র করে, যাকে তার স্কুলে একটি মেয়েকে হত্যার পর গ্রেফতার করা হয়। এর প্রতিটি পর্বের দৃশ্যধারণ করা হয়েছে এক টেকে। জেমি মিলার চরিত্রের সুবাদে মাত্র ১৫ বছর বয়সে আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ) পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ওয়েন কুপার।

‘অ্যাডোলেসেন্স’ সিরিজে জেমি মিলারের বাবা এডি মিলার চরিত্রের জন্য আউটস্ট্যান্ডিং অভিনেতার (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি) পুরস্কার জিতেছেন স্টিফেন গ্রাহাম। আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ) পুরস্কারও উঠেছে তার হাতে। তিনি এটি সিরিজের আরেক লেখক জ্যাক থর্নের সঙ্গে ভাগাভাগি করেছেন। ফরেনসিক মনোবিজ্ঞানী ব্রায়োনি অ্যানিস্টন চরিত্রের জন্য আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ) পুরস্কার পেয়েছেন এরিন ডোহার্টি। আউটস্ট্যান্ডিং পরিচালক (লিমিটেড সিরিজ) হয়েছেন ফিলিপ ব্যারান্টিনি।

প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ সম্মান আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘দ্য পিট’। এইচবিও ম্যাক্সের এই সিরিজের জন্য নোয়া ওয়াইল আউটস্ট্যান্ডিং অভিনেতা (ড্রামা সিরিজ) ও ক্যাথেরিন লানাসা আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) পুরস্কার পেয়েছেন।

সেথ রোগেন (ছবি: এমি)

অ্যাপল টিভি প্লাসের ‘দ্য স্টুডিও’ আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজসহ চারটি পুরস্কার জিতেছে। আউটস্ট্যান্ডিং অভিনেতা (কমেডি সিরিজ) শাখায় পুরস্কার পেয়েছেন সেথ রোগেন। তার হাতেই উঠেছে আউটস্ট্যান্ডিং পরিচালক (কমেডি সিরিজ) ও আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (কমেডি সিরিজ) পুরস্কার। যদিও সেগুলো অন্যদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি।

সোমবার রাতে (বাংলাদেশ সময় ১৫ সেপ্টেম্বর সকাল) যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে ২৬টি শাখার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান নেট বারগাটসি।

টেলিভিশনের সর্বোচ্চ সম্মান এমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত মুক্তিপ্রাপ্ত অনুষ্ঠানের মধ্য থেকে সেরাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রায় ২৬ হাজার শিল্পী, পরিচালক, প্রযোজক ও অন্যান্য সদস্যদের ভোটে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন টেড ড্যানসন ও ম্যারি স্টিনবার্গেন।

আমেরিকান অভিনেত্রী ব্রিট লোয়ার (ছবি: এমি)

৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
ড্রামা সিরিজ
আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ: দ্য পিট (এইচবিও ম্যাক্স)
আউটস্ট্যান্ডিং অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া ওয়াইল (দ্য পিট)
আউটস্ট্যান্ডিং অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স), অ্যাপল টিভি প্লাস
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
আউটস্ট্যান্ডিং পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‌্যান্ডাল (স্লো হর্সেস, পর্ব: হ্যালো গুডবাই), অ্যাপল টিভি প্লাস
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ): ড্যান গিলরয় (অ্যান্ডর, পর্ব: ওয়েলকাম টু দ্য রেবেলিয়ন), ডিজনি প্লাস

হানা আইনবিন্ডার ও জিন স্মার্ট (ছবি: এমি)

কমেডি সিরিজ
আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ: দ্য স্টুডিও (অ্যাপল টিভি প্লাস)
আউটস্ট্যান্ডিং অভিনেতা (কমেডি সিরিজ): সেথ রোগেন (দ্য স্টুডিও)
আউটস্ট্যান্ডিং অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস), এইচবিও ম্যাক্স
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): জেফ হিলার (সামবডি সামহোয়্যার), এইচবিও
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): হানা আইনবিন্ডার (হ্যাকস)
আউটস্ট্যান্ডিং পরিচালক (কমেডি সিরিজ): সেথ রোগেন, এভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, পর্ব: দ্য ওয়ানার)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (কমেডি সিরিজ): সেথ রোগেন, এভান গোল্ডবার্গ, পিটার হোয়েক, অ্যালেক্স গ্রেগরি, ফ্রিডা পেরেজ (দ্য স্টুডিও, পর্ব: দ্য প্রমোশন)

স্টিফেন গ্রাহাম (ছবি: এমি)

লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি
আউটস্ট্যান্ডিং লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ: অ্যাডোলেসেন্স (নেটফ্লিক্স)
আউটস্ট্যান্ডিং অভিনেতা (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
আউটস্ট্যান্ডিং অভিনেত্রী (লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ অথবা মুভি): ক্রিস্টিন মিলিয়োটি (দ্য পেঙ্গুইন), এইচবিও
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
আউটস্ট্যান্ডিং পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
আউটস্ট্যান্ডিং পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ ব্যারান্টিনি (অ্যাডোলেসেন্স)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ): জ্যাক থর্ন, স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)

‘স্যাটারডে নাইট লাইভ’-এর সুবর্ণজয়ন্তী স্পেশাল জিতেছে আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল-লাইভ পুরস্কার (ছবি: এমি)

রিয়েলিটি শো / টক শো
আউটস্ট্যান্ডিং রিয়েলিটি কম্পিটিশন অনুষ্ঠান: দ্য ট্রেইটর্স (পিকক)
আউটস্ট্যান্ডিং টক সিরিজ: দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট (সিবিএস)
আউটস্ট্যান্ডিং স্ক্রিপ্টেড ভ্যারাইটি সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)
আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (লাইভ): স্যাটারডে নাইট লাইভ ফিফটিয়েথ অ্যানিভার্সারি স্পেশাল (এনবিসি)
আউটস্ট্যান্ডিং চিত্রনাট্য (ভ্যারাইটি সিরিজ): লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)

সিনেমাওয়ালা প্রচ্ছদ