ছবিঘর
নিউইয়র্কে মেহজাবীনের বেড়ানোর কিছু ছবি, কোনটি বেশি লাইক পেলো
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এখন আমেরিকায় অবকাশ যাপন করছেন। বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর সময় তোলা নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। গত ২ জুলাই থেকে প্রায় প্রতিদিনই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন ছবি পাওয়া গেছে। সেগুলোর মধ্যে কোনটি বেশি লাইক পেয়েছে জেনে নেওয়া যাক।

- নিউইয়র্কের হাডসন হাইল্যান্ডস পাহাড়ের অন্যতম জনপ্রিয় চূড়া বিয়ার মাউন্টেনে মেহজাবীন চৌধুরীর নিচের ছবিগুলো তোলা। এর কাছেই বিয়ার মাউন্টেন ব্রিজ ও বিয়ার মাউন্টেন স্টেট পার্ক অবস্থিত। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাবধানতার সঙ্গে এগিয়ে যান।’ ৮ জুলাই ফেসবুকে এই পোস্টে ৭৪ হাজার এবং ইনস্টাগ্রামে প্রায় সাড়ে ৭৬ হাজার লাইক পড়েছে।







- নিউইয়র্কে হাডসন নদী তীরবর্তী ব্যাটারি পার্কে ঘুরে বেড়িয়েছেন মেহজাবীন চৌধুরী। সূর্যাস্তে আলো-আঁধারী পরিবেশ উপভোগ করেছেন তিনি। ৭ জুলাই ফেসবুকে এই পোস্টে ৪৪ হাজার এবং ইনস্টাগ্রামে ৩৪ হাজারের বেশি লাইক পড়েছে।

- নিচের তিনটি ছবি শেয়ার করে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আমি কোনও ফটোগ্রাফার নই, তবে আমাদের চমৎকার দেখাবে এমনভাবে চিত্রিত করতে পারি।’ ৬ জুলাই ফেসবুকে এই পোস্টে ৪৩ হাজার এবং ইনস্টাগ্রামে ৫১ হাজারের বেশি লাইক পড়েছে।



- নিউইয়র্কের সাফেক কাউন্টিতে ১০টি শহর আছে। এরমধ্যে হান্টিংটনে তোলা নিচের ছবিগুলো শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী। সেদিন ছিল ৪ জুলাই অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। প্রমোদতরীতে ভেসে দিনটি উপভোগ করেছেন তিনি। ফেসবুকে এই পোস্টে ১ লাখ ৮ হাজার এবং ইনস্টাগ্রামে ১ লাখ ১০ হাজার ৬০০টির বেশি লাইক পড়েছে।








- ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির গ্রেট ফলসে মেহজাবীন চৌধুরীর নিচের ছবিগুলো তোলা। পর্তুগিজ শব্দ ‘সাওদাজে’ লিখে এর অর্থ জানিয়েছেন তিনি, ‘বিশেষ কারো শূন্যতায় মনে যখন নিবিড় আকাঙ্ক্ষা, নস্টালজিয়া ও বিষণ্ণতা ভর করে।’ ৩ জুলাই ফেসবুকে এই পোস্টে ৭৩ হাজার এবং ইনস্টাগ্রামে ১ লাখ ৩০০টি লাইক পড়েছে।






- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শাড়ি পরেছেন মেহজাবীন চৌধুরী। নিচের ছবি দুটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘হাসি আমার প্রিয় কার্ডিও।’ ২ জুলাই ফেসবুকে এই পোস্টে ৪৮ হাজার এবং ইনস্টাগ্রামে প্রায় ৮৬ হাজার লাইক পড়েছে।


- ঈদের অনুষ্ঠানমালায় শুধু ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ নাটকেই মেহজাবীন চৌধুরীকে দেখা গেছে। ‘পুনর্জন্ম’ সিরিজের শেষ পর্ব এটি। এতে একইসঙ্গে নীল হক ও রোকেয়া চরিত্রে অভিনয় করেন তিনি। রাফসান হক চরিত্রে যথারীতি দর্শকদের সামনে এসেছেন অভিনেতা আফরান নিশো। ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তার পরিচালনায় ‘আমি কি তুমি’ নামের সাত পর্বের নতুন ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মেহজাবীন। এতে তিথি চরিত্রে দেখা যাবে তাকে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
