Connect with us

ছবিঘর

যারা নিজেদের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস রাখে তাদের এগিয়ে চলা কখনো থামে না: শাকিব

ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা, নতুন লুকসহ তার সবকিছুর প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায়। তাই তিনি প্রকাশ্যে জনসম্মুখে এলে হুলস্থূল পড়ে যায়! আবার এর প্রমাণ পাওয়া গেলো।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঢাকার বনানী ১১ নম্বর সড়কে মিনিসোর শোরুমে শাকিব খান। গতকাল (৭ নভেম্বর) তার এই উপস্থিতিকে কেন্দ্র করে বেশ সাড়া পড়েছে।

আজ (৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘যারা নিজেদের লক্ষ্যে বিশ্বাস রাখে তাদের এগিয়ে চলা কখনো থেমে যায় না।’

‘সোলজার’ সিনেমার জন্য মোটা গোঁফ রেখেছেন শাকিব খান। এটি ছোট পর্দার নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত প্রথম সিনেমা।

মিনিসোর শোরুমে রাফসান দ্য ছোট ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন শাকিব খান।

শাকিবের হাতে আরো আছে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এটি পরিচালনা করবেন ছোট পর্দার আরেক নির্মাতা আবু হায়াত মাহমুদ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ