বিশ্বসংগীত
আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে এই গায়িকার মৃত্যু

কোকো লি (ছবি: টুইটার)
হংকংয়ের বংশোদ্ভুত আমেরিকান গায়িকা কোকো লি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এ কারণে কোমায় যেতে হয়েছে তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হংকংয়ের কুইন ম্যারি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ৫ জুলাই মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৪৮ বছর। কোকো লি’র দুই বোন ক্যারল এবং ন্যান্সি লি সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদটি দিয়েছেন।
পরিবারের দাবি, ধীরে ধীরে হাতে কাজ কমে যাওয়ায় বিষণ্নতা আঁকড়ে ধরেছিলো কোকো লি’কে। গত ২ জুলাই হংকংয়ে নিজের ঘরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
View this post on Instagram
চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে কোকো লি’র মৃত্যু সম্পর্কিত একটি হ্যাশট্যাগ ২০ কোটি বার দেখা হয়েছে। তার গায়কী ও মনকাড়া প্রাণখোলা হাসি চিরকাল মনে পড়বে বলে লিখেছেন এক চীনা ভক্ত।

কোকো লি (ছবি: টুইটার)
১৯৭৫ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন কোকো লি। তার মা চীনা, বাবা মালয়েশিয়ান। তাদের তিন সন্তানের মধ্যে কোকো ছিলেন সর্বকনিষ্ঠ। জন্মের আগেই বাবাকে হারান তিন বোন। ৯ বছর বয়সে মা ও দুই বোনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে পাড়ি জমান তিনি।

কোকো লি (ছবি: টুইটার)
৩০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার কাটিয়েছেন কোকো লি। নব্বই দশকের শেষ ভাগ থেকে টানা দুই দশক চীন ও তাইওয়ানে তুমুল ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। ১৯৯৬ সালে সনি মিউজিক এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘কোকো লি’ সেই বছর এশিয়ার সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড গড়ে।

অস্কার অনুষ্ঠানে কোকো লি (ছবি: টুইটার)
১৯৯৮ সালে ডিজনি’র অ্যানিমেটেড সিনেমা ‘মুলান’-এর মান্দারিন ভাষার সংস্করণে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই তারকা। সিনেমাটির থিম সং ‘রিফ্লেকশন’-এর মান্দারিন সংস্করণ গেয়েছেন তিনি। ১৯৯৯ সালে হলিউড তারকা জুলিয়া রবার্টস ও রিচার্ড গিয়ার অভিনীত ‘রানঅ্যাওয়ে ব্রাইড’ সিনেমার গান ‘বিফোর আই ফল ইন লাভ’ গেয়েছেন তিনি। ‘ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন’ (২০০০) সিনেমার অস্কার মনোনীত গান ‘অ্যা লাভ বিফোর টাইম’ তারই গাওয়া। ‘চাইনিজ আইডল’সহ টেলিভিশন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করেছেন তিনি।

কোকো লি (ছবি: টুইটার)
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হয় তার গাওয়া নতুন গান ‘ট্র্যাজিক’। এরপর মার্চে ফেসবুকে তিনি জানান, গত বছরের শেষের দিকে নাচের অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ায় উরুতে অস্ত্রোপচার করিয়েছেন।
২০১১ সালে কানাডিয়ান ব্যবসায়ী ব্রুস রোকোভিৎজকে বিয়ে করেন কোকো লি। তার স্বামীর আগের সংসারে দুই মেয়ে আছে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
