সিনেমা হল
অবিশ্বাস্য অ্যাকশনে ঠাসা টম ক্রুজের নতুন মিশন আসছে স্টার সিনেপ্লেক্সে

‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’ সিনেমায় টম ক্রুজ (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)
হলিউডের দুনিয়া মাতানো ফ্র্যাঞ্চাইজের মধ্যে ‘মিশন: ইমপসিবল’ অন্যতম। এবার আসছে এর বহুল প্রতীক্ষিত সপ্তম কিস্তি ‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’। প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্সের পরিবেশনায় আন্তর্জাতিক মুক্তির দুই দিন পর আগামী ১৪ জুলাই থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ছবিটি।

‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’ সিনেমায় টম ক্রুজ (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)
‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’-এর ট্রেলার প্রকাশের পরই ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। এতে দেখা যায়, হলিউড সুপারস্টার টম ক্রুজের অবিশ্বাস্য কিছু স্টান্ট ও লোমহর্ষক অ্যাকশন দৃশ্যের ঝলক। এর মাধ্যমে ইমপসিবল মিশনস ফোর্সের (আইএমএফ) বিশেষ গোয়েন্দা ইথান হান্টের ভূমিকায় আবার দেখা যাবে তাকে। ৬০ বছর বয়সী দর্শকনন্দিত এই অভিনেতা মোটরসাইকেল চালিয়ে ডামির সহায়তা ছাড়াই পাহাড়ের ওপর থেকে লাফিয়ে পড়ার সত্যিকারের বিপজ্জনক দৃশ্যে অভিনয় করেছেন এবার। প্যারাস্যুটের সহায়তায় মাটিতে নেমে আসেন তিনি। হলিউডের ইতিহাসে এমন স্টান্ট এর আগে কেউ করার দুঃসাহস দেখাননি। এছাড়া চলমান একটি ট্রেনের ওপরে রয়েছে তার অ্যাকশন দৃশ্য।
২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। মাঝে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকে কাজ। ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় ফিরছেন ভিং রেমস, সায়মন পেগ, রেবেকা ফার্গুসন, ভ্যানেসা কার্বি, হেনরি চেরনি ও ফ্রেডেরিক শ্মিট। নতুন যুক্ত হয়েছেন হেইলে অ্যাটওয়েল, পম ক্লেমেন্টিয়েফ, ক্যারি এলওয়েস, রব ডেলানি, ইন্দিরা ভার্মা, শেই হুইগ্যাম, মার্ক গ্যাটিস, ইসাই মোরালেস ও চার্লস পারনেল।

‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’ সিনেমার পোস্টার (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)
সর্বশেষ ২০১৮ সালে ‘মিশন: ইমপসিবল–ফলআউট’ সিনেমায় ইথান হান্ট চরিত্রে অভিনয় করেন টম ক্রুজ। বড় পর্দায় তাকে সর্বশেষ গত বছর ‘টপ গান: ম্যাভেরিক’-এ দেখা গেছে। এটি বিশ্বব্যাপী আয় করে ১ হাজার ৩৭৫ কোটি ৩৬ লাখ টাকা। কোভিড পরবর্তী সময়ে এই সাফল্য বিস্ময়কর। আশা করা হচ্ছে, ‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’ এই ফ্র্যাঞ্চাইজের আগের সব সিনেমার আয়ের রেকর্ড ভাঙবে।

‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’ সিনেমায় টম ক্রুজ (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)
এবারের গল্প সাজানো হয়েছে দুই অংশে। ‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট টু’ মুক্তি পাবে ২০২৪ সালের ২৮ জুন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
