হলিউড
হলিউডে ধর্মঘট: নতুন ‘অ্যাভাটার’সহ থমকে গেছে যেসব সিনেমা
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স)
হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে ‘অ্যাভাটার’ ও ‘গ্ল্যাডিয়েটর’-এর সিক্যুয়েলসহ নির্মাণাধীন অনেক সিনেমার কাজ বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, লালগালিচা বিছানো প্রিমিয়ারসহ সব ধরনের প্রচারণামূলক আয়োজন ব্যাহত হচ্ছে। এছাড়া পিছিয়ে যেতে পারে এমি অ্যাওয়ার্ডস এবং কমিক-কন।
১১ সপ্তাহ ধরে ধর্মঘটে থাকা হলিউডের চিত্রনাট্যকারদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন অভিনয়শিল্পীরা। এ কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় দর্শকপ্রিয় সিরিজ এবং নতুন অনেক সিনেমা নির্মাণে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা রয়েছে।
নিজেদের ইউনিয়ন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড–আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের (এসএজি-এএফটিআরএ) সঙ্গে শীর্ষস্থানীয় প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যকার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় হলিউড অভিনেতা-অভিনেত্রীরা ধর্মঘট করছেন। লস অ্যাঞ্জেলসে ১ লাখ ৬০ হাজার অভিনয়শিল্পী কাজ বন্ধ রেখেছেন। এরমধ্যে ১০ হাজার অভিনেতা-অভিনেত্রী প্রথম সারির সহকর্মীদের তুলনায় উল্লেখযোগ্য হারে কম পারিশ্রমিক পান।

(বাঁ থেকে) রামি মালেক, ম্যাট ডেমন, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউ ও সিলিয়ান মারফি (ছবি: টুইটার)
ধর্মঘট চলাকালীন অভিনেতা-অভিনেত্রীরা কোনও সিনেমার শুটিং করতে পারবেন না। এমনকি নিজেদের অভিনীত সিনেমার প্রিমিয়ারসহ কোনো প্রচারণায় থাকা যাবে না। এ কারণে ধর্মঘটের ঘোষণা আসতেই লন্ডনে গত ১৩ জুলাই রাতে ‘ওপেনহাইমার’ সিনেমার প্রিমিয়ারে কিছু সময় অবস্থানের পরই বেরিয়ে যান অভিনেতা কিলিয়ান মারফি, ম্যাট ডেমন, এমিলি ব্লান্ট, রবার্ট ডাউন জুনিয়র, ফ্লোরেন্স পিউ, রামি মালেক, ব্রিটিশ তারকা দম্পতি জশ হার্টনেট ও টামজিন এজারটন। অভিনেতা-অভিনেত্রীদের কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বহুল আলোচিত সিনেমাটির পরিচালক ক্রিস্টোফার নোলান। পারমাণবিক বোমার কারিগর আমেরিকান বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহেইমারকে কেন্দ্র করে এই সিনেমার গল্প। আশঙ্কা করা হচ্ছে, ধর্মঘটের কারণে আগামী ১৭ জুলাই নিউইয়র্কে এর প্রিমিয়ার ব্যাহত হতে পারে।

ক্রিস্টোফার নোলান, তার স্ত্রী এমা থমাস ও তাদের চার সন্তান (ছবি: টুইটার)
এসএজি-এএফটিআরএ ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ২০২০ সাল থেকে টিভি এবং সিনেমাহলের জন্য নির্মিত কন্টেন্টের চুক্তিতে থাকা সদস্যরা ধর্মঘটে যুক্ত রয়েছে।
হলিউডে মুক্তি প্রতীক্ষিত বেশকিছু সিনেমার প্রচারণামূলক সংবাদ সম্মেলন ও লালগালিচা সংবলিত প্রিমিয়ার বাতিল হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য– ডিজনির ‘হন্টেড ম্যানসন’ (২৮ জুলাই), ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস: মিউট্যান্ট মেহেম’ (২ আগস্ট), ব্রিটিশ লেখিকা আগাথা ক্রিস্টির গোয়েন্দা সাহিত্য অবলম্বনে কেনেথ ব্রানা পরিচালিত ‘অ্যা হন্টিং ইন ভেনিস’ (১৫ সেপ্টেম্বর)। মারভেল স্টুডিওসের ‘ব্লেড’ এবং ‘থান্ডারবোল্টস’-এর মতো সিনেমার মুক্তি বিলম্বিত হবে। শ্রমচুক্তি সংকট নিরসন না হওয়া পর্যন্ত এমন আরও কিছু সিনেমা আটকে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

‘গ্ল্যাডিয়েটর’ সিনেমায় রাসেল ক্রো (ছবি: ইউনিভার্সাল পিকচার্স)
আইএমডিবি’র তথ্যানুযায়ী, বর্তমানে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা থাকা বেশকিছু সিনেমা নির্মাণাধীন। এ তালিকায় রয়েছে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’, ‘গোস্টবাস্টারস ফোর’, ‘মুফাসা: দ্য লায়ন কিং’, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার থ্রি’ ও ‘অ্যাভাটার ফোর’, রায়ান রিনোল্ডস ও হিউ জ্যাকম্যানের ‘ডেডপুল থ্রি’, টিম বার্টনের ‘বিটলজুস’ সিনেমার সিক্যুয়েল। এসব সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে এসব কাজের বৃহৎ অংশ স্থবির হয়ে আছে। এগুলোর পরবর্তী সময়সূচি মেলানোর ক্ষেত্রে বিপর্যয় নেমে আসার শঙ্কাই বেশি। এছাড়া আমেরিকার বাইরে মরক্কো ও মাল্টায় প্যারামাউন্ট পিকচার্সের ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমার সিক্যুয়েলের শুটিং ব্যাহত হচ্ছে।
ফিল্মএলএ’র পরিসংখ্যান অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে গত সপ্তাহে পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবং রিয়েলিটি শোসহ টিভি অনুষ্ঠানের শুটিং করার আবেদনের হার ২০২২ সালের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যান্য বছর এই সময়ে চিত্রনাট্য সংবলিত কয়েক ডজন অনুষ্ঠানের শুটিং হতো। কিন্তু এবার কোনো স্ক্রিপ্টযুক্ত টিভি সিরিজের শুটিং করার আবেদন আসেনি।

‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজে মিলি ববি ব্রাউন (ছবি: নেটফ্লিক্স)
ওটিটিতে অচলাবস্থার শঙ্কা
নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিওসহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম কোরিয়ান ও ভারতীয় সিরিজ অবমুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে। তবে ওটিটিতে হলিউডের প্রযোজনাগুলো বন্ধ থাকবে। ধর্মঘটের কারণে নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’ ও ‘দ্য স্যান্ডম্যান’, হুলু’র “দ্য হ্যান্ডমেইড’স টেল”সহ জনপ্রিয় সিরিজের নতুন মৌসুমের শুটিং স্থগিত রয়েছে।
আমেরিকান সিরিজ ব্যাহত
লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ের অনুমতি প্রদানকারী সংস্থা ফিল্মএলএ জানিয়েছে, ২০১৪ সাল থেকে প্রতিবছর পে-টিভি, ডিজিটাল সাবস্ক্রিপশন ও সম্প্রচারের জন্য মৌলিক আমেরিকান সিরিজের সংখ্যা বেড়েছে। কিন্তু ধর্মঘটের কারণে আমেরিকান সিরিজগুলোর কাজ বন্ধ রয়েছে। এছাড়া সিনেমা ও স্ক্রিপ্টযুক্ত টিভি অনুষ্ঠানের কাজ থমকে আছে। এবারের গ্রীষ্মে এনবিসি চ্যানেলের ‘নাইট কোর্ট’-এর দ্বিতীয় সিরিজ এবং ‘শিকাগো মেড’, ‘শিকাগো ফায়ার’ ও ‘শিকাগো পি.ডি’, সিবিএস নেটওয়ার্কের ‘এনসিআইএস’ ও ‘ইয়াং শেলডন’, ফক্স চ্যানেলের ‘ফ্যামিলি গাই’ ও ‘দ্য সিম্পসন্স’-এর শুটিং হওয়ার কথা ছিলো। এখন এগুলোর কাজ বন্ধ রয়েছে।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির জন্য সাময়িক স্বস্তির ব্যাপার হলো, চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে এইচবিও’র ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজের নির্মাণে ন্যূনতম ব্যাঘাত ঘটবে না। কারণ স্ক্রিপ্ট পুরোপুরি প্রস্তুত ছিলো। যদিও অভিনয়শিল্পীরা ধর্মঘটে থাকায় এমন অনেক লিখিত চিত্রনাট্য অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে পারে।
ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট কিছু সিনেমা ও সিরিজের কাজ চলমান রাখতে অভিনয়শিল্পী ও নির্মাতাদের মধ্যে পার্শ্বচুক্তি হতে পারে। এছাড়া এসএজি-এএফটিআরএ’র শ্রমচুক্তির আওতায় না থাকা স্বাধীন প্রযোজনাগুলোর কাজ চলমান থাকবে।

‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজের দৃশ্য (ছবি: এইচবিও)
শরতে যেমন থাকবে টিভি আয়োজন
সাধারণত সেপ্টেম্বরে ছোট পর্দায় ড্রামা ও কমেডি সিরিজের নতুন মৌসুম শুরু হয়ে থাকে। তবে এবার সেসব পিছিয়ে যাওয়াটা স্বাভাবিক। আমেরিকান টিভি চ্যানেলগুলো আসন্ন শরতের আয়োজনে ‘দ্য মাস্কড সিঙ্গার’, ‘দ্য অ্যামেজিং রেস’, ‘সারভাইভার’, ‘কিচেন নাইটমেয়ারস’, ‘বিগ ব্রাদার’ এবং ‘দ্য ব্যাচেলর’-এর মতো স্ক্রিপ্টবিহীন অনুষ্ঠানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে।
শরত মৌসুমে টেলিভিশন নেটওয়ার্ক ফক্স এবং এবিসি বড় বাজেটের রিয়েলিটি শো সম্প্রচারের ঘোষণা দিয়েছে। ধর্মঘটের প্রভাবে এবিসি পুনঃপ্রচার করবে জনপ্রিয় কমেডি সিরিজ ‘অ্যাবট এলেমেন্টারি’। তবে সংবাদধর্মী অনুষ্ঠান স্বাভাবিক নিয়মে চলতে থাকবে। কারণ এগুলোর লেখকেরা ভিন্ন ইউনিয়নের আওতাভুক্ত।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
