গান বাজনা
দেশে এসে ফাহাদ গাইলেন ‘ছেড়ো না’

ফাহাদ বিন আজিজ (ছবি: ফেসবুক)
প্রবাসী তরুণ গায়ক ফাহাদ বিন আজিজ ব্যস্ততার ফাঁকে নিজের সব গানে কণ্ঠ দিয়েছেন ফ্রান্সের প্যারিসে। এবারই প্রথম দেশে এসে নতুন একটি গান গাইলেন তিনি। এর শিরোনাম ‘ছেড়ো না’। তিনি নিজেই এটি লিখেছেন।
নতুন গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তানজির। ‘বলো তুমি কি আমার হবে’ গানের সুবাদে শ্রোতামহলে সমাদৃত তিনি। তার ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে। এছাড়া স্পটিফাইসহ কয়েকটি আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে ‘ছেড়ো না’।
গানে ফাহাদের হাতেখড়ি সেই শৈশবে। ছোটবেলায় নজরুলগীতি শিখেছেন। কৈশোরে বিখ্যাত শিল্পীদের গান কাভার করে সংগীতচর্চা চালিয়ে গেছেন। ২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত ও আরিফিন শুভ অভিনীত ‘মুসাফির’ সিনেমার টাইটেল গানে তৌফিকের সঙ্গে কণ্ঠ দেন ফাহাদ। র্যাপ ধাঁচের গানটি বেশ আলোচিত হয়।
গানটি প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘এবারই প্রথম নাটক-সিনেমার বাইরে গান গেয়েছি। আর লেখালেখির অভ্যাস আগে থেকেই থাকায় নিজেই এটি লিখলাম। তানজীর অনেক সহযোগিতা করেছেন। শ্রোতারা গানটি পছন্দ করলে আমাদের এই চেষ্টা সার্থক হবে। আগামীতে এভাবে আরো কিছু গান উপহার দেওয়ার চেষ্টা করবো।’

ফাহাদ বিন আজিজ (ছবি: ফেসবুক)
২০১৭ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রেমেরই রঙে রাঙানো’ নাটকের টাইটেল গান গেয়ে প্রশংসা কুড়ান ফাহাদ বিন আজিজ। এরপর একই নির্মাতার ‘অনুভবে’ নাটকের ‘হাসি’ এবং ‘প্লেবয়’ নাটকের ‘কেন হঠাৎ ঝড়ে’ গান দুটি গেয়েছেন তিনি। এছাড়া রাজের প্রযোজনা ও কাজল আরেফিন অমির পরিচালনায় ‘এক্স ওয়াইফ’ নাটকের ‘ডুবসাঁতার’ গানটি তার গাওয়া। এরপর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমায় ‘বন্ধু আমার’ গানটিতে কণ্ঠ দেন ফাহাদ।

ফাহাদ বিন আজিজ (ছবি: ফেসবুক)
অন্য নির্মাতাদের মধ্যে জাকিউল ইসলাম রিপন পরিচালিত আফরান নিশো ও সাফা কবির অভিনীত ‘লাভ ট্রাস্ট কেয়ারিং’ নাটকের গান ‘আড়াল’ (সহশিল্পী তানিশা ইসলাম শেনিজ) এবং এজাজ মুন্নার ‘আমি এমন তুমি কেমন’ ধারাবাহিকের টাইটেল গান গেয়েছেন ফাহাদ। তার গাওয়া প্রায় সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

ফাহাদ বিন আজিজ (ছবি: ফেসবুক)
‘ছেড়ো না’ নাভেদের বাইরে অন্যের সুরে তার গাওয়া প্রথম গান। এছাড়া নিজের সুর একটি গান গেয়েছেন ফাহাদ। ২০১৭ সালে এইচটিএম রেকর্ডস থেকে প্রকাশিত সেই গানের শিরোনাম ‘ফিরে এসো’। এর সংগীতায়োজন করেছেন তাহসিন আহমেদ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
