ওটিটি
কলকাতার ওয়েব সিরিজে ‘খেলা হবে’ আইটেম গানে নুসরাত ফারিয়া

‘মেনোকা’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া (ছবি: জিফাইভ)
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘কলিজা আর জান’ গানে নেচে আলোচিত হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আবার একটি আইটেম গানে দেখা যাবে তাকে। এবার ভারতীয় ওয়েব সিরিজের আইটেম গানে নেচেছেন তিনি। এর শিরোনাম ‘মেনোকা’। রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজে থাকছে এটি।
গতকাল (১ আগস্ট) রাতে রাজ চক্রবর্তী নিজের ফেসবুক পেজে গানটির টিজার শেয়ার করেন। এর সঙ্গে তিনি লিখেছেন, ‘খেলা হবে, খেলা হবে।’ এরপর দিবাগত রাত সোয়া ৩টার দিকে নুসরাত ফারিয়া টিজারটি পোস্ট করে লিখেছেন ‘খেলা হবে মেনোকার সাথে।’

‘কলিজা আর জান’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া (ছবি: চরকি)
‘মেনোকা’র নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব। এটি গেয়েছেন দেব অরিজিৎ। আগামী ৪ আগস্ট আসবে গানটি। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘আবার প্রলয়’। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রলয়’ সিনেমার স্পিন-অফ হিসেবে তৈরি হয়েছে এটি। এতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সোহিনী সেনগুপ্ত।

‘পাতালঘর’ সিনেমার দৃশ্যে নুসরাত ফারিয়া (ছবি: চরকি)
গত ২৭ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘পাতালঘর’। এতে দারুণ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। নূর ইমরান মিঠুর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আফসানা মিমি, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু। গত বছরের নভেম্বরে ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসরে দেখানো হয়েছে ‘পাতালঘর’।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)
ঢালিউডে নুসরাত ফারিয়ার হাতে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। গতকাল এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এতে তরুণী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় এটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার সহশিল্পী আরিফিন শুভর সঙ্গে ‘ফুটবল ৭১’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন নুসরাত ফারিয়া। নামেই বোঝা যাচ্ছে, ১৯৭১ সালের প্রেক্ষাপটে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে এতে। সরকারি অনুদানে এটি পরিচালনা করবেন অনম বিশ্বাস।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস