ছবিঘর
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
নতুন জীবন শুরু করে অভিনন্দনে ভাসছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিনকে বিয়ে করেছেন তিনি। এর মধ্য দিয়ে তাদের সাড়ে আট বছরের প্রেমের সফল সমাপ্তি হলো। গত ১১ আগস্ট দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে তোলা এই তারকার কিছু ছবি স্ক্রল করে দেখে নিতে পারেন।

বিয়ের সাজে তাসনিয়া ফারিণ।



তাসনিয়া ফারিণকে সাজিয়েছেন জাহিদ খান। তার পরা শাড়িটি নব থেকে কেনা। অলঙ্কার নেওয়া হয়েছে অমিশী থেকে। ছবিগুলো তুলেছেন রেমিনিসেন্স ফটোগ্রাফির উমর আয়মান খান ও আহাদ শোহেব।



স্বামীর সঙ্গে তোলা ছবিটি গতকাল (১৪ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিয়ে করার কথা জানান তাসনিয়া ফারিণ। ফেসবুকে এতে লাইক পড়েছে ৪ লাখের বেশি। আর কমেন্ট এসেছে ৬২ হাজার। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই পোস্টে লাইকের সংখ্যা দেড় লাখের বেশি।

কলেজে পড়ার সময় শেখ রেজওয়ান রাফিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তাসনিয়া ফারিণ। তখনো তিনি ক্যামেরার সামনে দাঁড়াননি।

বিয়ের পর ফেসবুকে বরের জন্য তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘আমি তোমার মাঝে শান্তি খুঁজে পাই। তুমি আমার কাছে ছায়ার মতো। তোমাকে স্বামী হিসেবে পাওয়া এখনো আমার কাছে অবাস্তব লাগে। নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে হচ্ছে। শেখ রেজওয়ান, আমাকে বিয়ে করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে আমার বাকি জীবন আগলে রাখবো।’

বিয়ের আয়োজনে তড়িঘড়ি করা হয়েছে কারণ শেখ রেজওয়ান রাফিন বিদেশে কর্মরত আছেন। স্বামী আবার দেশে এলে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিয়ে উদযাপন করতে চান তাসনিয়া ফারিণ।

সোশ্যাল মিডিয়ায় এবং মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে তাসনিয়া ফারিণকে অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পী-তারকারা।
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
-
ওটিটি3 years agoসঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ছয় নায়িকা
