ওয়ার্ল্ড সিনেমা
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত

‘জেলার’ সিনেমায় রজনীকান্ত (ছবি: সান পিকচার্স)
দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত ক্যারিয়ারের অন্যতম বড় হিট সিনেমা উপহার দিয়েছেন। এটি হলো ‘জেলার’। সর্বশেষ হিসাব অনুযায়ী, শুধু ভারতে সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৩৪০ কোটি রুপি। বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে এর আয়ের পরিমাণ ৫০০ কোটি রুপির বেশি। এরমধ্যে ন্যায্য লভ্যাংশ হিসেবে ১০০ কোটি রুপি পেয়েছেন তিনি।
৭২ বছর বয়সী এই অভিনেতার মূল পারিশ্রমিক ৮০ কোটি রুপির কাছাকাছি। সেই অঙ্ককে ছাড়িয়ে গেছে তার পাওয়া লভ্যাংশ। ‘জেলার’ সিনেমার প্রযোজনা সংস্থা সান পিকচার্সের প্রযোজক কালানিথি মারান তার হাতে ১০০ কোটি রুপির চেক হস্তান্তর করেন।

‘জেলার’ সিনেমায় রজনীকান্ত (ছবি: সান পিকচার্স)
অবশ্য এমন নজির এটাই প্রথম নয়। রজনীকান্তের সিনেমা বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা করার পর অনেক প্রযোজক এসে লাভের কিছু অংশ তাকে দিয়ে গেছেন।
এবারের ঘটনায় একটি দিক দিয়ে অবশ্য নতুনত্ব আছে। ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের অবদানের জন্য মুনাফা ভাগাভাগির পাশাপাশি প্রযোজক কালানিথি মারান ঝাঁ-চকচকে বিলাসবহুল বিএমডব্লিউ এক্স৭ সিরিজের গাড়ি উপহার দিয়েছেন তাকে। এর দাম ১ কোটি ২০ লাখ রুপি।

‘জেলার’ সিনেমায় রজনীকান্ত (ছবি: সান পিকচার্স)
রজনীকান্তের সামনে বিএমডব্লিউ আই৭ এবং বিএমডব্লিউ এক্স৭ মডেলের গাড়ি আনেন। এর মধ্য থেকে বিএমডব্লিউ এক্স৭ বেছে নিয়েছেন তিনি।
নেলসন দিলিপকুমার পরিচালিত অ্যাকশনধর্মী তামিল সিনেমা ‘জেলার’ গত ১০ আগস্ট মুক্তির পর বক্স অফিসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর গল্প একজন অবসরপ্রাপ্ত জেলার কেন্দ্র করে, এক মূর্তি পাচারকারীর পথে বাধা হয়ে দাঁড়ায় সে। এটি রজনীকান্তের ১৬৯তম সিনেমা। তার পাশাপাশি আছেন একঝাঁক তারকা। তারা হলেন তামান্না ভাটিয়া, রামিয়া কৃষ্ণান, বসন্ত রবি, বিনয়াকান, সুনীল, মিরনা মেনন, যোগী বাবু। অতিথি চরিত্রে দেখা গেছে জ্যাকি শ্রফ, মোহনলাল ও কান্নাডা সুপারস্টার শিবা রাজকুমারকে।

‘জেলার’ সিনেমায় তামান্না ভাটিয়া ও রজনীকান্ত (ছবি: সান পিকচার্স)
২৪০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘জেলার’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটির ‘কাবালায়া’ গানে তামান্নার নাচ সাড়া ফেলেছে। ইতোমধ্যে রজনীকান্তকে নিয়েই ‘জেলার’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছে সান পিকচার্স।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
-
ওটিটি3 years agoসঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ছয় নায়িকা
