বলিউড
ক্যাটরিনার ছবি দেখিয়ে কী বললেন সালমান

‘টাইগার থ্রি’তে সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: যশরাজ ফিল্মস)
বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। তাদের অভিনীত কিছু গানও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’র প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’। এটি প্রকাশ হবে আগামীকাল (২৩ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।
নাচের উপযোগী ‘লেকে প্রভু কা নাম’ গানে সাতটি পোশাকে দেখা যাবে ক্যাটরিনাকে। এরমধ্যে ৪০ বছর বয়সী এই নায়িকার দুটি লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে সালমান লিখেছেন, ‘ক্যাট, তুমি তো ঘায়েল করে ফেলেছো! তোমার সঙ্গে নাচতে পারা সবসময়ই আনন্দের।’

‘টাইগার থ্রি’তে ক্যাটরিনা কাইফ (ছবি: যশরাজ ফিল্মস)
অন্যদিকে ক্যাটরিনার অনুভূতিতে, সালমানের সঙ্গে নাচতে পারা বরাবরই অসাধারণ ব্যাপার। গানটির শুটিংয়ে মনে রাখার মতো অনেক স্মৃতি জমা হয়েছে। আমাদের আগের গানগুলোর চেয়েও এটি বেশি জনপ্রিয় হবে আশা করি।
নতুন গানটি নিয়ে সালমান আত্মবিশ্বাসী। ৫৭ বছর বয়সী এই অভিনেতার আশা, এটি বিশ্বব্যাপী দর্শকদের আনন্দ দেবে। তিনি মনে করেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা নাচের গান।

‘টাইগার থ্রি’তে ক্যাটরিনা কাইফ (ছবি: যশরাজ ফিল্মস)
‘লেকে প্রভু কা নাম’ গানের টিজার প্রকাশিত হয় গত ২০ অক্টোবর। তুরস্কের মনোনমুগ্ধকর কাপ্পাডোসিয়ায় এর শুটিং হয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী। এবারই প্রথম অরিজিতের গানে ঠোঁট মিলিয়েছেন সালমান। নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট। তিনি এর আগে সালমান-ক্যাটরিনা জুটির ‘মাশাল্লাহ’ ও ‘সোয়াগ সে সোয়াগত’ গানের নৃত্য পরিচালনা করেন।

‘টাইগার থ্রি’তে সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: যশরাজ ফিল্মস)
আদিত্য চোপড়া প্রযোজিত ও মনীষ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’তে গোয়েন্দা টাইগার চরিত্রে সালমান খান এবং জোয়া রূপে ফিরছেন ক্যাটরিনা কাইফ। আগামী ১২ নভেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এটি।

‘টাইগার থ্রি’র পোস্টারে সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: যশরাজ ফিল্মস)
‘টাইগার থ্রি’ হলো ‘এক থা টাইগার’ (২০১২) ও ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার সিক্যুয়েল। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম কিস্তি এটি। ‘ওয়ার’ (২০১৯) ও ‘পাঠান’ (২০২৩) সিনেমায় দেখানো ঘটনার পরের প্রেক্ষাপট থাকছে এতে। এর বাজেট ৩০০ কোটি রুপি। এতে খলচরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে।

‘টাইগার থ্রি’র পোস্টারে সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি (ছবি: যশরাজ ফিল্মস)
সালমান খানের বিপরীতে ডেভিড ধাওয়ানের ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’য় (২০০৫) প্রথমবার জুটি বাঁধেন ক্যাটরিনা। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজের বাইরে ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’ (২০০৭), সুভাষ ঘাই পরিচালিত ‘যুবরাজ’ (২০০৮) এবং আলি আব্বাস জাফরের ‘ভারত’ (২০১৯), সিনেমায় দেখা গেছে তাদের রসায়ন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস