টেলিভিশন
আলোচিত কাজের জন্য ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন যারা

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)
বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো দেওয়া হলো ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। গতকাল (১৬ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে দীপ্ত টেলিভিশন চত্বরে ছিলো এই আয়োজন।
দীপ্ত টেলিভিশনে গত একবছরে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে মোট ১৩টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকদের ভোট ও বিচারকদের রায়ে বিজয়ী তালিকা চূড়ান্ত হয়েছে। এবার দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন গুণী অভিনেত্রী দিলারা জামান।

জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: ফেসবুক)
অনুষ্ঠানে আসাদ খানের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেছেন উপমা ও তার দল এবং রেজমিন সেতু ও তার দল। সংগীত পরিবেশন করেছেন রাজিব, অবন্তী সিঁথি, রেহান রাসুল, প্রতীক হাসান ও আনিকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য। আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় দীপ্ত টেলিভিশনে প্রচার হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’।

পূজা চেরি (ছবি: ফেসবুক)
‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ বিজয়ী তালিকা
আলোচিত ওয়েব ফিল্ম
নিকষ (পরিচালক: রুবেল হাসান)
আলোচিত অভিনেতা (ওয়েব ফিল্ম)
জিয়াউল ফারুক অপূর্ব (ওয়েব ফিল্ম: আইকন ম্যান)
আলোচিত অভিনেত্রী (ওয়েব ফিল্ম)
তাসনিয়া ফারিণ (ওয়েব ফিল্ম: নিকষ)
আলোচিত একক নাটক
কাজলের দিনরাত্রি (পরিচালক: ভিকি জাহেদ)
আলোচিত অভিনেতা (একক নাটক)
মোশাররফ করিম (নাটক: ভাগ্য রেখা)
আলোচিত অভিনেত্রী (একক নাটক)
মেহজাবীন চৌধুরী (নাটক: কাজলের দিনরাত্রি)
আলোচিত ধারাবাহিক নাটক
মাশরাফি জুনিয়র (পরিচালক: সাজ্জাদ সুমন)
আলোচিত অভিনেতা (ধারাবাহিক নাটক)
আ খ ম হাসান (নাটক: বকুলপুর)
আলোচিত অভিনেত্রী (ধারাবাহিক নাটক)
রেজমিন সেতু (নাটক: জবা)
আলোচিত ডাবিং সিরিয়াল
আমাদের গল্প (তুর্কি)
দীপ্ত বিশেষ অ্যাওয়ার্ড
ওয়েব ফিল্ম
অপলাপ (পরিচালক: মোহাম্মদ আলী মুন্না)
অভিনেতা
মুশফিক আর ফারহান (নাটক: কলঙ্ক)
অভিনেত্রী
পূজা চেরি (ওয়েব ফিল্ম: পরি)
দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা
দিলারা জামান
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
