ওটিটি
জয়ার প্রথম হিন্দি সিনেমা গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে

‘কড়ক সিং’ সিনেমার পোস্টারে জয়া আহসান (ছবি: জিফাইভ)
একই সিনেমা দিয়ে বলিউড এবং ওটিটিতে অভিষেক হতে চলেছে নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। তার অভিনীত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এর দুটি পোস্টার উন্মোচন হয়েছে। এরমধ্যে একটিতে তাকে দেখা গেছে। এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন তিনি।
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘কড়ক সিং’। এর আগে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হবে ভারতের গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৪তম আসরে। উৎসবের গালা প্রিমিয়ারে রয়েছে এটি।

অনিরুদ্ধ রায় চৌধুরী ও জয়া আহসান (ছবি: ফেসবুক)
২ ঘণ্টা ১৫ মিনিটের রহস্য ও সাসপেন্স নিয়ে থ্রিলারধর্মী সিনেমাটির গল্পে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারের একত্রিত হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। কলকাতা ও মুম্বাইয়ে এর শুটিং হয়েছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সঙ্গী, পার্বতী থিরুভোথু, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেব, দিলীপ শঙ্করসহ অনেকে। গল্পটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। চিত্রগ্রহণ করছেন অভিক মুখোপাধ্যায়। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র।

‘ফেরেশতে’র দৃশ্যে রিকিতা নন্দিনী শিমু ও জয়া আহসান (ছবি: ইমাশ সিনেমা)
এবারের গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড শাখায় আমন্ত্রণ পেয়েছে জয়া আহসানের বাংলা সিনেমা ‘ফেরেশতে’। এটি পরিচালনা করেছেন ইরানের মোর্তজা অতাশ জমজম। তার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন মুমিত আল রশিদ। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহীন সুলতানা।

জয়া আহসান (ছবি: এক্স)
৫৪তম আইএফএফআই’র ইন্ডিয়ান প্যানোরামায় রয়েছে জয়া আহসান অভিনীত পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় এতে বাংলাদেশের উঠতি গায়িকা মেঘনা চরিত্রে দেখা গেছে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কৌশিক সেন ও চুর্নি গাঙ্গুলী। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ৫৪তম গোয়া উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস