ছবিঘর
সৌদিতে কালো শাড়ি ও সাদা শার্টে ক্যাটরিনা
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন সৌদি আরবের জেদ্দায়। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় আসরে বিশেষ কথোপকথনে ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। উৎসবে তোলা কয়েকটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৪০ বছর বয়সী এই তারকা।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ক্যাটরিনা কাইফ।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ক্যাটরিনা কাইফ। তাকে ঘিরে উন্মাদনা ছড়িয়েছে জেদ্দায়।

গাড়ি থেকে নেমে ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন ক্যাটরিনা কাইফ।

ফুল-স্লিভ ব্লাউজের সঙ্গে কালো শাড়িতে ঝলমলে লেগেছে ক্যাটরিনা কাইফকে।

খোলা চুলে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাটরিনা কাইফ।

উৎসবের বিশেষ আলাপচারিতায় ক্যাটরিনা নিজের আগামী সিনেমা ‘মেরি ক্রিসমাস’কে তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে বিজয় সেতুপতিকে অভূতপূর্ব অভিনেতা বলেছেন তিনি। হিন্দি ও তামিল ভাষায় সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে ‘মেরি ক্রিসমাস’।

গত ১ ডিসেম্বর উৎসবের দ্বিতীয় দিন লালগালিচায় হাজির হন ‘টাইগার থ্রি’র নায়িকা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে একদিন। চমৎকার একটি উৎসব দেখে দারুণ লেগেছে। এখান থেকে অনেক সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি।’

আমেরিকান সাময়িকী ভ্যানিটি ফেয়ার আয়োজিত ‘উইমেন ইন সিনেমা’ শীর্ষক জমকালো অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ।

এবারের উৎসবে ৪১ জন নারী পরিচালকের সিনেমার প্রদর্শনী হচ্ছে। এ উপলক্ষে গত ১ ডিসেম্বর লালগালিচায় হাজির হয়ে জৌলুস ছড়িয়েছেন ক্যাটরিনা।

সাদা শার্ট ও কালো টাই এবং চকচকে রুপালি স্কার্টে নজর কেড়েছেন ক্যাটরিনা কাইফ। তার মেঘঘন চুল ছিলো খোলা।

ক্যাটরিনা কাইফ মানেই যেন একরাশ মুগ্ধতা।

হলিউড অভিনেত্রী মিশেল রড্রিগেজ ও শ্যারন স্টোনের সঙ্গে ক্যাটরিনা কাইফ।

‘স্লামডগ মিলিয়নিয়ার’ তারকা ফ্রিডা পিন্টোর সঙ্গে ক্যাটরিনা কাইফ।

উৎসবের আয়োজক রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ আল তুর্কির সঙ্গে ক্যাটরিনা। আয়োজকদের আতিথেয়তা ও অমায়িক বৈশিষ্ট্যের প্রশংসা করেছেন নায়িকা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
