Connect with us

নাটক

জোভানের পাশে মৃত্যুপথযাত্রী মেয়েটিকে চেনা যায়?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘এক জীবনে’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

হাতে ক্যানোলা। নাকে নল। চেহারা মলিন। হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে কে মেয়েটি? একঝটকায় চেনার উপায় তিনি তানজিম সাইয়ারা তটিনী! ‘এক জীবনে’ নামের একটি নাটকে এমন মৃত্যুপথযাত্রী চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার এই তারকা। তার প্রিয়জন নিয়নের ভূমিকায় থাকছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।

গল্পে তটিনীর চরিত্রের নাম রিমি। তার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী রোগ। চিকিৎসকেরা মেয়েটির জীবনের সীমারেখা টেনে দিয়েছেন। সব জেনেশুনে একবুক ভালোবাসা নিয়ে রিমির পাশে থাকে নিয়ন। দীর্ঘ আট বছরের সম্পর্ক তাদের। রিমিকে আনন্দে রাখতে তার জীবনের কিছু ইচ্ছে পূরণের চেষ্টা করে যায় নিয়ন। কিন্তু রিমির জীবনের অন্যতম একটি ইচ্ছে হলো মাজারে গিয়ে বিয়ে করা। সেই ইচ্ছে কি পূরণ করতে পারবে নিয়ন? তাদের পরিবার কি মেনে নেবে? এসবের উত্তর মিলবে নাটকের বাকি কাহিনিতে।

‘এক জীবনে’ নাটকে তানজিম সাইয়ারা তটিনী ও ফারহান আহমেদ জোভান (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

সত্যি ঘটনা অবলম্বনে ‘এক জীবনে’ লিখেছেন ও পরিচালনা করেছেন রিফাত আদনান পাপন। তিনি বলেন, ‘আমাদের চারপাশের কিছু মানুষ আশা নিয়ে জীবন কাটায়। কিছু মানুষ হতাশা নিয়েও বাঁচে। আবার কিছু মানুষের বেঁচে থাকার একমাত্র কারণ ভালোবাসা। গল্পটিতে আমরা এমন একজনের কথা বলতে চেয়েছি, যিনি তার মনের মানুষ বাঁচবে না জেনেও একবুক ভালোবাসা নিয়ে জীবন কাটায়।’

‘এক জীবনে’ নাটকে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

‘এক জীবনে’ নাটকে আরো অভিনয় করেছেন সুষমা সরকার, শিল্পী সরকারসহ অনেকে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।

‘এক জীবনে’ নাটকের পোস্টারে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

নাটকটিতে গান গেয়েছেন সালমান জাইম ও স্বপ্নিলা চৌধুরী। এর কথা লিখেছেন রিফাত আদনান পাপন, সুর ও সংগীতায়োজনে মেহেদি হাসান তামজিদ। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘এক জীবনে’।

নাটক

গানে বাজিমাত করার পর শ্রমিক দিবসের নাটকে ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জেনি’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা)

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এটি এখন ইউটিউবে ডেইলি টপ মিউজিক ভিডিওস চার্টে ৩৯ নম্বরে আছে। গায়িকা হিসেবে অভিষেকেই বাজিমাত করেছেন এই তারকা। এবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিশেষ নাটকে দর্শকদের সামনে হাজির হলেন তিনি।

তাসনিয়া ফারিণের নতুন নাটকের নাম ‘জেনি’। এতে নাম ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এর টিজারে দেখা গেছে, ঘরে-বাইরে কর্মজীবী নারীদের কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়।

‘জেনি’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা)

আজ মে দিবসে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে লাক্স নিবেদিত ‘জেনি’। এতে আরো অভিনয় করেছেন পার্থ শেখ, সমু চৌধুরী, শিমুল খান, এবি রোকন, আনাস খান, আরবিন, টুম্পা মাহবুব।

‘জেনি’র গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর।

‘জেনি’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ ও পার্থ শেখ (ছবি: সিনেমাওয়ালা)

‘জেনি’ নাটকে ‘জানি তুই পারবি’ শিরোনামে একটি গান রয়েছে। তারিক তুহিনের কথামালায় এর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। তার সঙ্গে এটি গেয়েছেন আয়েশা মৌসুমী।

পড়া চালিয়ে যান

নাটক

অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অলিউল হক রুমি (ছবি: ফেসবুক)

টেলিভিশন নাটকের অভিনেতা অলিউল হক রুমি আর নেই। আজ (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসিখুশি অলিউল হক রুমির মৃত্যুতে নাটাঙ্গনে বিষাদের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালকসহ অনেকে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন অলিউল হক রুমি। চিকিৎসার জন্য ভারতের চেন্নাই গিয়েছিলেন। মাসখানেক ধরে দেশই চলছিলো চিকিৎসা। কিন্তু সুস্থ জীবনে আর ফেরা হলো না তার।

বরগুনায় জন্মগ্রহণ করেন অলিউল হক রুমি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট তিনি।

অভিনয়ে তিন দশকেরও বেশি সময় কাটিয়েছেন অলিউল হক রুমি। অসংখ্য নাটক ও সিনেমায় দেখা গেছে তাকে। ১৯৮৮ সালে থিয়েটার বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু করেন তিনি। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ ছিলো তার অভিনীত প্রথম সিনেমা।

পড়া চালিয়ে যান

নাটক

ঈদ নাটকে মামুনুর রশীদের সঙ্গে চঞ্চলের ছেলে, দুইজনই স্কুলছাত্র!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নাট্যজন মামুনুর রশীদ ও অভিনেতা চঞ্চল চৌধুরী ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে বয়সের ব্যবধান দাদা-নাতি পর্যায়ের। কিন্তু দুইজনই স্কুলছাত্রের পোশাকে ব্যাগ কাঁধে প্রস্তুত! ‘ইতি তোমার আমি’ নামের একটি সাত পর্বের ধারাবাহিক নাটকে দেখা যাবে অন্যরকম এই দৃশ্য।

মামুনুর রশীদ ও শুদ্ধ’র স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত এমন দুটি স্থিরচিত্র আজ (১৬ মার্চ) সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি লিখেছেন, ‘দাদা-নাতি দুইজনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ। প্রবল বন্ধুত্ব দুইজনের।’

নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস। সেই তথ্য জানিয়ে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বৃন্দাবনদার লেখা নাটক দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু হলো শুদ্ধর। মামুন ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয়, এর চেয়ে বড় সৌভাগ্য ওর কী হতে পারে!’

শুদ্ধ এর আগে একটি নাটকের শুটিংয়ে বেড়াতে গিয়ে একটি দৃশ্যে অভিনয় করেছে। এবার পূর্ণাঙ্গ চরিত্রে অভিষেক হচ্ছে তার। মোট তিন দিন নাটকটির শুটিং করছে সে।

ভেঁপু ক্রিয়েশন্স লিমিটেডের প্রযোজনায় ‘ইতি তোমার আমি’ পরিচালনা করছেন এজাজ মুন্না। আসন্ন ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে সাত পর্বের এই নাটক।

৭৬ বছরে পা রাখলেও গত ২৯ ফেব্রুয়ারি ১৯তম জন্মদিন উদযাপন করেন মামুনুর রশীদ। অধিবর্ষের কারণে এমন ঘটনার সাক্ষী তিনি।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ