ঢালিউড
অভিনেতা আহমেদ রুবেলের অকাল মৃত্যু

আহমেদ রুবেল (ছবি: ফেসবুক)
অভিনেতা আহমেদ রুবেল আর নেই। আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আজ সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটিতে যান আহমেদ রুবেল। কিন্তু স্টার সিনেপ্লেক্সে ওঠার আগে শপিং মলের পার্কিংয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

‘পেয়ারার সুবাস’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)
নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাবে আগামী ৯ ফেব্রুয়ারি। এতে আহমেদ রুবেলের সহশিল্পীরা হলেন জয়া আহসান, তারিক আনাম খান, সুষমা সরকারসহ অনেকে।

আহমেদ রুবেল (ছবি: ফেসবুক)
১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন আহমেদ রেজা রুবেল। ছোটবেলা থেকে তিনি বেড়ে উঠেছেন ঢাকায়।
ঢাকা থিয়েটারের মঞ্চনাটকে দীর্ঘদিন কাজ করেছেন আহমেদ রুবেল। নাট্যদলটিতে তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।

আহমেদ রুবেল (ছবি: ফেসবুক)
২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করেছেন আহমেদ রুবেল। তার অভিনীত প্রথম টিভি নাটক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’। হুমায়ূন আহমেদের ‘পোকা’ নাটকে তার অভিনীত গোরা মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে আহির আলমের পরিচালনায় একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করেন আহমেদ রুবেল।
১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন আহমেদ রুবেল। তার অভিনীত সিনেমার তালিকায় আছে হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’, নাসিরউদ্দীন ইউসুফের ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’, নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায়। ২০১৪ সালে ভারতের সঞ্জয় নাগ পরিচালিত ‘পারাপার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।
ব্যক্তিজীবনে অভিনেত্রী তারানা হালিমকে বিয়ে করেছিলেন আহমেদ রুবেল।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
