নাটক
তিন নাটকের ট্রেলারে ছয় তারকার রসায়নের ঝলক
ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনে তৈরি হলো তিনটি নাটক। এগুলো হলো– ‘ভ্লগার মিতু’, ‘মন দুয়ারে’ এবং ‘তুমিহীনা’। আজ (১১ ফেব্রুয়ারি) এগুলোর ট্রেলার প্রকাশিত হয়েছে।

‘ভ্লগার মিতু’তে ইয়াশ রোহান ও কেয়া পায়েল (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
ভ্লগার মিতু
রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ভ্লগার মিতু’তে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল। আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রিফাত জাহান, মিলি বাশার, ডিকন নূর, আনোয়ার হোসেন, রিয়াজ রাজ।
‘ভ্লগার মিতু’ নাটকের গান গেয়েছেন ইমরান মাহমুদুল ও তাসনিম আনিকা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।

‘মন দুয়ারে’ নাটকে তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
মন দুয়ারে
হাসিব হোসেন রাখির ‘মন দুয়ারে’ নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, পায়েল, দিশা, হীরা, হানিফ পালোয়ান, সুকন্যাসহ অনেকে।
‘মন দুয়ারে’ নাটকের গান গেয়েছেন অবন্তি সিঁথি ও সজিব দাস। এর কথা লিখেছেন এম এ আলম শুভ, সুর ও সংগীত পরিচালনায় আপেল মাহমুদ এমিল।

‘তুমিহীনা’ নাটকে সাবিলা নূর ও খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
তুমিহীনা
সাজ্জাদ হোসাইন বাপ্পীর ‘তুমিহীনা’ নাটকে দেখা যাবে খায়রুল বাসার ও সাবিলা নূরকে। আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে এটি।
‘তুমিহীনা’য় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, এরফান মৃধা শিবলু, তনুশ্রী তন্বী, শামীম হোসেন সাহিল, আহাদুজ্জামানসহ অনেকে।
নাটকটিতে ‘জানো কি’ শিরোনামের গান গেয়েছেন এআরএফটি। কথা, সুর ও সংগীত আইনুস তাজোয়ার ও এআরএফটি। ‘আমি জানি না কিছু’ শিরোনামের গান গেয়েছেন সালমান জাইম। তার সঙ্গে মিলে এর সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ। এটি লিখেছেন রিফাত আদনান পাপন।
তিনটি নাটকই প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
