ঢালিউড
২৬ এপ্রিল থেকে আমেরিকা মাতাবে ‘ওমর’

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ ও নাসিরউদ্দিন খান (ছবি: সিনেমাওয়ালা)
ঈদে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সিনেমাহলে সগৌরবে চলছে। সব বয়সী দর্শকরা সিনেমাটির প্রশংসা করেছেন। প্রতিদিনই মাল্টিপ্লেক্সে এর প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে এবার আমেরিকা মাতাতে যাচ্ছে এটি।
আগামী ২৬ এপ্রিল নিউইয়র্কে মুক্তি পাবে ‘ওমর’। জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই সিনেমা। এছাড়া সান ফ্রান্সিসকোর সিনে লাউঞ্জ ফ্রিমন্ট সেভেন, শিকাগোর সিনে লাউঞ্জ নাইলস এবং ডালাসের ফান এশিয়া রিচার্ডসনে ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত উপভোগ করা যাবে এটি।
আমেরিকার আরো অনেক শহর এবং কানাডায় ‘ওমর’ যাবে মে মাসে।

‘ওমর’ সিনেমায় নাসিরউদ্দিন খান (ছবি: মাস্টার কমিউনিকেশন্স)
অ্যাকশন কাট এন্টারেটেইনমেন্টের পরিবেশনায় ঈদের দিন থেকে ২১টি সিনেমা হলে চলছে ‘ওমর’। এরমধ্যে ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে ঈদের তৃতীয় দিনে শো বেড়েছে।

‘ওমর’ সিনেমার পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)
‘ওমর’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ (ছবি: মাস্টার কমিউনিকেশন্স)
সিনেমাটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন জনি হক, সোমেশ্বর অলি ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ এবং ভারতের স্যাভি। ‘ভাইরাল বেবি’ গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস