আলাপচারিতা
ছোটবেলা থেকে মেহজাবীনকে দেখে অভিনেত্রী হওয়ার ইচ্ছে জন্মেছে: মালাইকা চৌধুরী
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী অভিনয়ে যাত্রা শুরু করলেন। মেহজাবীনের গল্প নিয়ে নির্মিত ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করেছেন মালাইকা। এর আগে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। অভিনেত্রী হওয়ার ইচ্ছে, নাটকের শুটিং করার অভিজ্ঞতা ও মেহজাবীন প্রসঙ্গে সিনেমাওয়ালা নিউজের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন তিনি।

মালাইকা চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: নাটকে অভিষেক হলো আপনার। কেমন লাগলো শুটিং করে?
মালাইকা চৌধুরী: খুব ভালো লেগেছে। প্রথমবার শুটিং করা নতুন এক অভিজ্ঞতা।
সিনেমাওয়ালা নিউজ: এটাই কি আপনার প্রথম নাটকের প্রস্তাব পাওয়া? নাকি আগেও পেয়েছেন, কিন্তু করেননি?
মালাইকা: আগেও পেয়েছিলাম। কিন্তু রাজি হইনি। কারণ পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। পরীক্ষায় ডুবে থাকতাম।
সিনেমাওয়ালা নিউজ: এখন কি তাহলে পড়ালেখা শেষ?
মালাইকা: না, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে উঠবো। এখন তেমন একটা চাপ নেই। তাই এই নাটকে কাজ করতে রাজি হলাম।

মালাইকা চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: তিন দিন শুটিং করেছেন। এরমধ্যে মজার একটা অভিজ্ঞতার কথা বলুন।
মালাইকা: সবচেয়ে মজার ছিল বাসে চড়া। কারণ আগে কখনও বাসে উঠিনি।
সিনেমাওয়ালা নিউজ: শুটিংয়ের প্রথম দিন নাকি কোনও সংলাপই বলেননি!
মালাইকা: হ্যাঁ। কোনও সংলাপ বলতে হয়নি।
সিনেমাওয়ালা নিউজ: সংলাপ বলতে মজা লাগে নাকি সংলাপ ছাড়া অভিনয়?
মালাইকা: সংলাপ ছাড়া অভিনয় বেশি উপভোগ করেছি।

মালাইকা চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: শুটিংয়ের আগে মেহজাবীনের কাছ থেকে কোনও টিপস পেয়েছেন?
মালাইকা: হ্যাঁ। আমার বোন টেক্সট দিতেই থাকে, কী করতে হবে, কীভাবে করতে হবে। অনেক সহযোগিতাপ্রবণ আমার বোন। তার সঙ্গে রিহার্সেল করেছি। উৎসাহ, সমর্থন, সবই পাই তার কাছে।
সিনেমাওয়ালা নিউজ: ছোটবেলা থেকে অভিনেত্রীই হতে চেয়েছিলেন? নাকি হুট করেই শোবিজে আসা?
মালাইকা: হুট করে না। ছোটবেলা থেকে আমার বোনকে দেখেছি। অভিনয় জগত সম্পর্কে ধারণা ছিলো। সেজন্য আমারও ইচ্ছা ছিলো। তবে তেমন একটা না, মোটামুটি ইচ্ছে বলতে পারেন।

মালাইকা চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: মেহজাবীন দেশের প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী। তার বোন হিসেবে আপনি কেমন কাজ করেন সেদিকে কৌতূহল থাকবে সবার। এতে করে কি বাড়তি চাপ মনে হচ্ছে?
মালাইকা: আমাকে নিয়ে প্রত্যাশা বেশি না রাখার অনুরোধ করবো। কারণ প্রথমবার নাটকে কাজ করলাম। আগেও বলেছি এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আর আমার বোন তো অনেক অভিজ্ঞ। এতদূর আসতে তার অনেক সময় লেগেছে। আমারও তার মতো অবস্থানে যেতে সবার আশীর্বাদ লাগবে।
সিনেমাওয়ালা নিউজ: মডেল হিসেবে আপনার কাজ দেখেছে দর্শকরা, এবার নাটকে অভিনয় দেখা যাবে। আপনার আর কী কী গুণ আছে যেগুলো আমরা জানি না?
মালাইকা: একটু-আধটু গান গাইতে পারি। আর কী গুণ আছে জানি না!
সিনেমাওয়ালা নিউজ: দর্শকদের জন্য কিছু বলুন।
মালাইকা: আমার নাটক দেখবেন, মন্তব্য জানাবেন কেমন হলো, কেমন লাগলো।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
