গান বাজনা
‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’

পদ্মা সেতুর অফিসিয়াল থিম সংয়ের কণ্ঠশিল্পীরা (ছবি: ফেসবুক)
‘তুমি অবিচল দৃঢ প্রতিজ্ঞ, তুমি ধূমকেতু/বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু/পেরিয়ে সকল অপশক্তি, শত সহস্র বাধা/পদ্মা সেতু মাথা উঁচু করা আত্মমর্যাদা’– পদ্মা সেতু নিয়ে অফিসিয়াল থিম সংয়ের কথা এগুলো। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর এটি বাজানো হবে।

পদ্মা সেতুর অফিসিয়াল থিম সংয়ের কণ্ঠশিল্পীরা (ছবি: ইমরান মাহমুদুল)
গানটি গেয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের ১০ শিল্পী। তারা হলেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, নিশিতা বড়ুয়া ও কিশোর দাশ।

পদ্মা সেতুর সামনে দিলশাদ নাহার কনা (ছবি: ফেসবুক)
সেতু মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার (১২ জুন) গানটির ভিডিও ধারণ করা হলো পদ্মা সেতুতে। এর কথা লিখেছেন গীতিকবি কবির বকুল। তার তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন হয়েছে।

পদ্মা সেতুর অফিসিয়াল থিম সংয়ের গীতিকবি, সুরকার-সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পীরা (ছবি: ফেসবুক)
পদ্মা সেতু গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘এ এক অসাধারণ অনুভূতির সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস