ঢালিউড
জাতীয় পুরস্কারের জুরি বোর্ডে সুচরিতা-নাঈম-ন্যানসি

(বাঁ থেকে) মকসুদ জামিল মিন্টু, সুচরিতা ও নাঈম (ছবি: ফেসবুক)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ জুরি বোর্ড আরেকবার পুনর্গঠন করা হলো। এতে নতুন যুক্ত হলেন অভিনেত্রী সুচরিতা, একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু।
গতকাল (৪ নভেম্বর) পুনর্গঠিত জুরি বোর্ডের প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জুরি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো। সেই বোর্ডে থাকা অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, সুরকার-সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ ও নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের নাম ছিলো। তাদের পরিবর্তেই এসেছেন সুচরিতা, নাঈম ও মকসুদ জামিল মিন্টু।

নাজমুন মুনিরা ন্যানসি (ছবি: ফেসবুক)
১৩ সদস্যের জুরি বোর্ডে শিল্পী-নির্মাতা-কলাকুশলীদের মধ্যে আরও আছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, পরিচালক সাঈদুর রহমান সাঈদ ও চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ। এছাড়া সদস্য হিসেবে জুরি বোর্ডে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

পুনর্গঠিত জুরি বোর্ডের প্রজ্ঞাপন (ছবি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)
জুরি বোর্ডের সভাপতি পদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), সদস্যসচিব পদে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক ২৮টি শাখায় পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবেন পুনর্গঠিত জুরি বোর্ডের সদস্যরা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
