ওয়ার্ল্ড সিনেমা
৯৭তম অস্কার সঞ্চালনা করবেন যিনি

কোনান ও’ব্রায়েন (ছবি: এক্স)
কমেডিয়ান, লেখক ও একসময়ের লেট-নাইট সঞ্চালক কোনান ও’ব্রায়েন ৯৭তম অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন। এমি অ্যাওয়ার্ড জয়ী ৬১ বছর বয়সী এই তারকাকে এবারই প্রথম এই দায়িত্বে দেখা যাবে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস গতকাল (১৫ নভেম্বর) নতুন সঞ্চালকের নাম ঘোষণা করেছে। হলিউডের ডলবি থিয়েটারে আগামী বছরের ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ ভোর ৬টা) বসবে ৯৭তম অস্কারের জমকালো আসর। এবিসি নেটওয়ার্ক ২০০টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করবে এই আয়োজন।

৯৭তম অস্কার অনুষ্ঠানের লোগো
‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’, ‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’ ও ‘কোনান’ অনুষ্ঠান তিনটি সঞ্চালনা করে খ্যাতি পেয়েছেন কোনান ও’ব্রায়েন। অস্কারের সঞ্চালক হওয়া প্রসঙ্গে রসিকতার সুরে তিনি বলেন, ‘আমেরিকা এটাই দাবি করেছিল এবং এখন এটাই ঘটছে! আমি অস্কার সঞ্চালনা করতে যাচ্ছি।’

কোনান ও’ব্রায়েন (ছবি: এক্স)
অ্যাকাডেমি সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং এক বিবৃতিতে বলেন, ‘দারুণ হাস্যরস, সিনেমার প্রতি ভালোবাসা ও লাইভ করার দক্ষতার মাধ্যমে ফিল্মের বৈশ্বিক উদযাপনে নেতৃত্ব দেওয়ার জন্য কোনান ও’ব্রায়েন জুতসই ব্যক্তি। দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনে তার অসাধারণ সামর্থ্য মানুষকে একত্রিত করবে। চলতি বছরের দর্শনীয় সিনেমা ও নির্মাতাদের সম্মান জানাতে অস্কার এটাই চেষ্টা করছে।’

কোনান ও’ব্রায়েন (ছবি: এক্স)
অস্কারের দুই নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুল্যান বলেন, ‘দুর্দান্ত অস্কার সঞ্চালনার সমস্ত গুণাবলী আছে কোনানের। তিনি অসাধারণ রসিক, ক্যারিশম্যাটিক ও মজার মানুষ। নিজেকে টেলিভিশন লাইভ অনুষ্ঠানের জন্য পূর্ণ দক্ষ হিসেবে প্রমাণ করেছেন তিনি।’
গতবার অস্কারের সঞ্চালক ছিলেন এমি অ্যাওয়ার্ড জয়ী জিমি কিমেল। এর আগে ২০১৭ ও ২০১৮ টানা দুইবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											