ওয়ার্ল্ড সিনেমা
বঙ্গবন্ধুর বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন

শ্যাম বেনেগাল (জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৩৪; মৃত্যু: ২৩ ডিসেম্বর, ২০২৪)
ভারতীয় ফিল্মমেকার শ্যাম বেনেগাল পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিলো ৯০ ব্ছর। আজ (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মেয়ে পিয়া বেনেগাল বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শ্যাম বেনেগাল। এছাড়া কিডনি সংক্রান্ত সমস্যা ছিল তাঁর। শারীরিক অসুস্থতায় সপ্তাহে তিন দিন ডায়ালিসিসের জন্য হাসপাতালে যেতে হতো তাঁকে।

শ্যাম বেনেগাল (জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৩৪; মৃত্যু: ২৩ ডিসেম্বর, ২০২৪)
গত ১৪ ডিসেম্বর ছিল শ্যাম বেনেগালের জন্মদিন। ৯০ বছর পূর্ণ করেছিলেন তিনি। এবারের জন্মদিন পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়েছিলেন গুণী এই নির্মাতা। অনুষ্ঠানে ছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, দিব্যা দত্তসহ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে।
শ্যাম বেনেগাল পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পেয়েছে ২০২৩ সালে।

‘মুজিব’ সিনেমার পোস্টারে আরিফিন শুভ (ছবি: ইনস্টাগ্রাম)
১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদে জন্মগ্রহণ করেন শ্যাম বেনেগাল। হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। তাঁর বাবা ছিলেন পেশায় চিত্রগ্রাহক। বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণে এসেছেন তিনি।
১৯৭৪ সালে মুক্তি পায় শ্যাম বেনেগাল পরিচালিত প্রথম সিনেমা ‘অঙ্কুর’। এতে অভিনয় করেন শাবানা আজমি। ১৯৭৫ সালে শ্যাম বেনেগালের ‘নিশান্ত’ কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়। এতে অভিনয় করেছেন স্মিতা পাতিল। পাঁচ দশকের ক্যারিয়ারে তাঁর বিখ্যাত সিনেমার তালিকায় রয়েছে ‘মন্থন’ (১৯৭৬), ‘জুবেইদা’ (২০০১), ‘ভূমিকা’ (১৯৭৭), ‘সরদারি বেগম’ (১৯৯৬), ‘জুনুন’ (১৯৭৯), ‘আরোহন’ (১৯৮২), ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’ (২০০৫), ‘ওয়েল ডান আব্বা’ (২০১০), ‘মাম্মো’ (১৯৯৪)। এগুলোর বেশিরভাগের বিষয়বস্তু সামাজিক ন্যায়বিচার, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়ন।
ভারতীয় সিনেমায় অবদানের জন্য বেশ কিছু সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পান তিনি। এছাড়া তাকে দেওয়া হয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার। ১৯৮৫ সালে ‘ত্রিকাল’ সিনেমার সুবাদে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালকের স্বীকৃতি পান তিনি। ১৯৮০ সালে ‘জুনুন’ সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক হন শ্যাম বেনেগাল।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
