ফিল্ম ফেস্টিভ্যাল
‘নীলপদ্ম’ নিয়ে আসছেন রুনা খান

‘নীলপদ্ম’তে রুনা খান (ছবি: জাইন কমিউনিকেশন্স)
অভিনেত্রী রুনা খান নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। ২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বাংলাদেশ প্যানারোমা বিভাগে স্থান পেয়েছে এটি। আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে ‘নীলপদ্ম’র পয়লা প্রদর্শনী হবে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন।
উৎসবের অংশ হিসেবে আগামী ১৯ জানুয়ারি বিকেল ৩টায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে থাকছে ‘নীলপদ্ম’র দ্বিতীয় প্রদর্শনী। সিনেমাটি নিবেদন করেছে জাইন কমিউনিকেশন্স।

রুনা খান (ছবি: ফেসবুক)
‘নীলপদ্ম’ নীলা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। গত বছরের জানুয়ারিতে ‘নীলপদ্ম’র শুটিং করতে প্রথমবার রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় যান তিনি। টানা তিন দিন সেখানে ছিলেন এই তারকা। নীলা দৌলতদিয়ার একজন যৌনকর্মী। গল্পটি তাকে কেন্দ্র করে আবর্তিত। নীলার মতো যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থা ও সংগ্রাম এর মূল উপজীব্য।

রুনা খান (ছবি: ফেসবুক)
সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন তৌফিক এলাহি। প্রযোজনা, গল্প, সংলাপ ও চিত্রনাট্য তারই।
‘নীলপদ্ম’তে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাশেদ মামুনুর রহমান অপু, শাহেদ আলী, সুজাত শিমুল প্রমুখ। চিত্রগ্রহণে নাহিয়ান বেলাল। আবহ সংগীত তৈরি করেছেন সৈয়দ নাফিস।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
