হলিউড
হলিউডে আগুন: অস্কারের মনোনয়ন ঘোষণা পিছিয়ে গেলো

অস্কারের সোনালি ট্রফি (ছবি: দ্য অ্যাকাডেমি)
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার দিনক্ষণ পিছিয়ে গেলো। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যারা মনোনীত হয়েছেন, তাদের নাম আগামী ১৭ জানুয়ারি প্রকাশের কথা ছিলো। কিন্তু আগুনের ঘটনায় একসপ্তাহের জন্য এই পর্ব পিছিয়ে দেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। তখন কোনও অতিথি কিংবা সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকবে না।

ডলবি থিয়েটারে অস্কারের স্থাপনা (ছবি: অস্কার)
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং একটি যৌথ বিবৃতি দিয়েছেন। তারা বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডে অসংখ্য ক্ষতিগ্রস্ত মানুষকে দেখে বিচলিত। সিনেমাজগতের অংশ হিসেবে আমরা সবসময় ঐক্যের পথে হাঁটি। এর অংশ হিসেবে এই কঠিন সময়ে সকলের পাশে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত আমরা।’

ডলবি থিয়েটারে অস্কার মূর্তি (ছবি: অস্কার)
অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে গেলেও মূল অনুষ্ঠানস্থল এখনও অপরিবর্তিত রয়েছে। আগামী ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ ভোর ৬টা) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে থাকছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এবিসি নেটওয়ার্ক ২০০টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করবে এই আয়োজন।
লস অ্যাঞ্জেলেসের দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে। হাজার হাজার বাড়ি আগুনে পুড়ে গেছে। আমেরিকার ইতিহাসে এই ঘটনাকেই সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে মনে করা হচ্ছে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
