স্টার জোন
আইনে স্নাতক হয়ে সমাবর্তনে কেয়া পায়েল

কেয়া পায়েল (ছবি: ফেসবুক)
শিক্ষা জীবনের আনুষ্ঠানিক পাঠ সম্পন্ন করলেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে আইনে গ্র্যাজুয়েট ডিগ্রি পেয়েছেন তিনি। এজন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
সনদ গ্রহণের উৎসব সমাবর্তনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কেয়া পায়েল লিখেছেন, ‘অবশেষে দিনটি এসে গেলো! এই পথচলা, পাঠদান ও মনে রাখার মতো স্মৃতির জন্য কৃতজ্ঞ। এখান থেকে এক নতুন শুরু হলো। অফুরান সম্ভাবনা!’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছ থেকে সনদ গ্রহণ করছেন কেয়া পায়েল (ছবি: ফেসবুক)
গত ২৭ ফেব্রুয়ারি সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে কেয়া পায়েলের হাতে সনদ তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এরপর নিজের অনুভূতিতে এই তারকা বলেন, ‘সমাবর্তনে অংশ নিয়ে আমি অনেক আনন্দিত। আমার বিশ্ববিদ্যালয় অধ্যায়ের গল্প খুব সীমিত সময়ের। কারণ লম্বা একটা সময় করোনা মহামারিতে কেটেছে। এজন্য বিশ্ববিদ্যালয় জীবন পুরোপুরিভাবে উপভোগ করতে পারিনি। এ নিয়ে আমার সবসময় আফসোস হয়। আমি বরাবরই স্টুডেন্ট লাইফ সবচেয়ে বেশি উপভোগ করেছি।’

মা-বাবার সঙ্গে কেয়া পায়েল (ছবি: ফেসবুক)
এদিন কেয়া পায়েলের সঙ্গে ছিলেন তার মা-বাবা। তিনি বলেন, ‘মা-বাবা সবসময়ই চেয়েছেন আমি যাতে পড়াশোনা করি। আজ আমার চেয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করছেন বাবা-মা।’
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
