বলিউড
আইফা জয় করলো ‘লাপাতা লেডিস’, সেরা অভিনেতা কার্তিক

আইফা মঞ্চে ‘লাপাতা লেডিস’ টিম, বক্তব্য রাখছেন কিরণ রাও (ছবি: আইফা)
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৫তম আসরে সেরা সিনেমাসহ সর্বাধিক ১০টি পুরস্কার জিতলো বলিউড সুপারস্টার আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। নারীকেন্দ্রিক এই সিনেমায় দুই নববধূর চরিত্রে অভিনয়ের জন্য নিতাংশি গোয়েল সেরা অভিনেত্রী ও প্রতিভা রান্তা সেরা নবাগতা হয়েছেন। ‘লাপাতা লেডিস’ সিনেমার জন্য বাঙালি লেখক বিপ্লব গোস্বামী সেরা মৌলিক গল্পকার বিভাগে পুরস্কার পেয়েছেন।
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ‘ভুল ভুলাইয়া থ্রি’র জন্য সেরা অভিনেতা হয়েছেন। তিনিই এবারের আসর সঞ্চালনা করেন। তার পাশাপাশি সঞ্চালক ছিলেন প্রযোজক-পরিচালক করণ জোহর।
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে গতকাল (৯ মার্চ) জমকালো আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘লাপাতা লেডিস’ টিমের পাশে বক্তব্য রাখছেন কিরণ রাও (ছবি: আইফা)
আইফা ২০২৪ বিজয়ী তালিকা
সেরা সিনেমা
লাপাতা লেডিস

কিরণ রাও (ছবি: আইফা)
সেরা পরিচালক
কিরণ রাও (লাপাতা লেডিস)

কার্তিক আরিয়ান (ছবি: আইফা)
সেরা অভিনেতা
কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া থ্রি)

নিতাংশী গোয়েল (ছবি: আইফা)
সেরা অভিনেত্রী
নিতাংশী গোয়েল (লাপাতা লেডিস)

রবি কিষাণ (ছবি: আইফা)
সেরা পার্শ্ব অভিনেতা
রবি কিষাণ (লাপাতা লেডিস)

জানকি বোড়িওয়ালা (ছবি: আইফা)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জানকি বোড়িওয়ালা (শয়তান)

রাঘব জুয়েল (ছবি: আইফা)
সেরা খল অভিনেতা
রাঘব জুয়েল (কিল)

লক্ষ্য লালওয়ানি (ছবি: আইফা)
সেরা নবাগত
লক্ষ্য লালওয়ানি (কিল)

প্রতিভা রান্তা (ছবি: আইফা)
সেরা নবাগতা
প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)

কুনাল কেমু (ছবি: আইফা)
সেরা নতুন পরিচালক
কুনাল কেমু (মাডগাঁও এক্সপ্রেস)

জুবিন নটিয়াল (ছবি: আইফা)
সেরা গায়ক
জুবিন নটিয়াল (গান: দুয়া, সিনেমা: আর্টিক্যাল ৩৭০)

শ্রেয়া ঘোষাল ও নিমরাত কৌর (ছবি: আইফা
সেরা গায়িকা
শ্রেয়া ঘোষাল (গান: আমি যে তোমার ৩.০, সিনেমা: ভুল ভুলাইয়া থ্রি)

রাম সাম্পাত (ছবি: আইফা)
সেরা সংগীত পরিচালক
রাম সাম্পাত (লাপাতা লেডিস)

প্রশান্ত পান্ডে (ছবি: আইফা)
সেরা গীতিকার
প্রশান্ত পান্ডে (গান: সজনি, সিনেমা: লাপাতা লেডিস)

বোসকো-কিজার (ছবি: আইফা)
সেরা নৃত্য পরিচালক
বোসকো-কিজার (গান: তওবা তওবা, সিনেমা: ব্যাড নিউজ)

বিপ্লব গোস্বামী (ছবি: আইফা)
সেরা গল্পকার (মৌলিক)
বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিস)

(বাঁ থেকে) পূজা লাধা সুরতি, অনুকৃতি পান্ডে ও অরিজিৎ বিশ্বাস (ছবি: আইফা)
সেরা গল্পকার (রূপান্তরিত)
শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সুরতি, অনুকৃতি পান্ডে (মেরি ক্রিসমাস)

(বাঁ থেকে) অর্জুন ধাওয়ান, মোনাল ঠাকার ও আদিত্য সুহাস জাম্ভালে (ছবি: আইফা)
সেরা সংলাপ রচয়িতা
অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুহাস জাম্ভালে, মোনাল ঠাকার (আর্টিক্যাল ৩৭০)

পুরস্কার হাতে স্নেহা দেশাই (ছবি: আইফা)
সেরা চিত্রনাট্যকার
স্নেহা দেশাই (লাপাতা লেডিস)

মহিমা চৌধুরী ও রাফে মাহমুদ (ছবি: আইফা)
সেরা চিত্রগ্রাহক
রাফে মাহমুদ (কিল)

জেবিন মার্চেন্ট (ছবি: আইফা)
সেরা সম্পাদনা
জেবিন মার্চেন্ট (লাপাতা লেডিস)
সেরা শব্দসজ্জা
সুভাষ সাহু (কিল)

(বাঁ থেকে) সুভাষ সাহু, বলয় কুমার দলোই, রাহুল কার্পে (ছবি: আইফা)
সেরা শব্দ মিশ্রণ
সুভাষ সাহু, বলয় কুমার দলোই, রাহুল কার্পে (কিল)

রেড চিলিস ভিএফএক্স-এর চিফ অপারেটিং অফিসার কেতন যাদব (ছবি: আইফা)
সেরা ভিজ্যুয়াল এফেক্টস
রেড চিলিস ভিএফএক্স (ভুল ভুলাইয়া থ্রি)
আজীবন সম্মাননা
রাকেশ রোশন
রজতজয়ন্তী সম্মাননা
আইফার সহ-প্রতিষ্ঠাতা আন্ড্রে টিমিন্স, সাবাস জোসেফ, বিরাফ সরকারি
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
