ওটিটি
৪০০ কোটি টাকার খোঁজে ঈদে ’মাইশেলফ অ্যালেন স্বপন ২’

‘মাইসেলফ অ্যালেন স্বপন ২’-এর প্রচারণামূলক ভিডিওতে নাসির উদ্দিন খান (ছবি: চরকি)
জনপ্রিয় ভিলেন চরিত্র অ্যালেন স্বপন দর্শকদের কাছে ফিরছে। এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। একটি ভিডিওর মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। দ্বিতীয় মৌসুমে নাম ভূমিকায় ফিরছেন নাসির উদ্দিন খান। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন যথারীতি শিহাব শাহীন।
আজ (১৪ মার্চ) দুপুরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় ৪০০ কোটি টাকা লেখা একটি সাইনবোর্ড। ওপর থেকে কাড়ি কাড়ি টাকা উড়ে আসছে। নেপথ্য থেকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একজন বলতে থাকে, ‘৪০০ কোটি! আঁর ট্যায়া কডে? এই শা-আলম আঁর ট্যায়া কডে?’ (আমার টাকা কোথায়?) এরমধ্যে পর্দায় লেখা ওঠে, ‘জানা যাবে কোথায় লুকানো ৪০০ কোটি টাকা।’ এরপর ওপর থেকে পড়া টাকার স্তূপের মাঝে হাজির হয় অ্যালেন স্বপন। মুখে চেনা হাসি আর পরনে সাফারি। এরপর নেপথ্য থেকে বলতে শোনা যায়, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হইলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে নাসিরউদ্দিন খান (ছবি: চরকি)
২০২৩ সালে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় চরকির ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে তৈরি হয় এটি। এর শেষ দৃশ্যে দেখা যায়, মুখ ঢাকা একজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন অ্যালেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরো কিছু প্রশ্ন ও ৪০০ কোটি টাকার রহস্য রেখে শেষ হয়েছিলো ওয়েব সিরিজটি। এতো বিপুল অর্থ কার ও কোথায় লুকানো আছে, সেসব জট খুলতে যাচ্ছে দ্বিতীয় মৌসুমে। এবার বাড়তে পারে স্বপনের কাজের পরিসর। এছাড়া বদলাতে পারে তার কাজের ধরন।
অ্যালেন স্বপন চরিত্রে ফেরা প্রসঙ্গে নাসির উদ্দিন খান বলেছেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটি অনেকেরই দেখা। সবাই জানেন এটি একটি মন্দ চরিত্র। এবার চরিত্রটি আরো ভয়ঙ্কর রূপে হাজির হতে যাচ্ছে। তার দুষ্টু স্বভাবের ধারাবাহিকতা থাকবে নতুন মৌসুমে। সব মিলিয়ে নতুন আঙ্গিকে আরো বড় পরিসরে দর্শকদের সামনে আসছে চরিত্রটি।’

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে নাসিরউদ্দিন খান (ছবি: চরকি)
২০২২ সালের ঈদুল আজহায় চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে প্রথমবার হাজির হয় অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার বেশ কিছু সংলাপ ও অভিনয় দর্শকপ্রিয়তা পায়। এরপর তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে দেশের প্রথম স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এটি মুক্তির পর আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে। এমনকি মাত্র ১০০ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে এই সিরিজ।

শিহাব শাহীন (ছবি: চরকি)
‘সিন্ডিকেট’ ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজ দুটির পরিচালক শিহাব শাহীন বলেন, “প্রথম মৌসুমের সফলতার পর, দ্বিতীয় মৌসুম নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা থাকে। আশা করছি, তারা নিরাশ হবেন না। তবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জগুলো আমাকে নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। এবারও প্রাসঙ্গিকভাবে গল্প আর চরিত্র এগিয়েছে। সবকিছুর পরিসর আরো বড় হয়েছে। যখন গল্প লিখি তখন চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা ও নাটকীয়তা রাখা ছিলো একইসঙ্গে কঠিন আর আনন্দদায়ক।”
প্রথম মৌসুমের অভিনয়শিল্পীদের মধ্যে নাসির উদ্দিন খান ছাড়াও ফিরছেন রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা। এছাড়া নতুন যুক্ত হয়েছেন কয়েকজন অভিনয়শিল্পী। তাদের নাম শিগগিরই ঘোষণা করবে চরকি। ওটিটি প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘অ্যালেন স্বপনকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের ভালোবাসাই আমাদের নতুন মৌসুম নির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছে। ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ ২ সিরিজে দর্শকরা যেন নতুন কিছু পায় এবং তাদের প্রত্যাশা যেন পূরণ হয়, সেভাবেই সবকিছু সাজানো হয়েছে। গল্প ও চরিত্রায়নে থাকছে চমক। আমার বিশ্বাস, দ্বিতীয় মৌসুমে দর্শকরা তাদের প্রিয় চরিত্রটিকে আরো দুর্দান্তভাবে পাবে। এবারের রোজার ঈদেই দর্শকদের মাঝে স্বনামে ফিরছে অ্যালেন স্বপন।’
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
