হলিউড
অস্কার সঞ্চালনায় ফিরছেন কোনান ও’ব্রায়েন

কোনান ও’ব্রায়েন (ছবি: অস্কার)
অস্কার মঞ্চে ফিরছেন আমেরিকান কমেডিয়ান ও টিভি টকশো উপস্থাপক কোনান ও’ব্রায়েন। ২০২৬ সালে টানা দ্বিতীয়বারের মতো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন তিনি। অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়েং এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
৯৭তম আসরের মাধ্যমে প্রথমবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেছেন এমি পুরস্কার জয়ী কোনান ও’ব্রায়েন। ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করেছে জমকালো এই আয়োজন। এবিসি’র তথ্যানুযায়ী, অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে টিভিতে ১ কোটি ৯৭ লাখ দর্শক দেখেছে। দর্শকসংখ্যা দিক থেকে গত পাঁচ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ।
আবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করতে সম্মতি জানানো প্রসঙ্গে ৬১ বছর বয়সী কোনান ও’ব্রায়েন রসিকতার সুরে বলেন, ‘অস্কার অনুষ্ঠান ফের আমার সঞ্চালনা করার একমাত্র কারণ হলো অ্যাড্রিয়েন ব্রডির বক্তৃতা শেষ হয়েছে শুনতে চাই!’ ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার সুবাদে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে যাওয়া অ্যাড্রিয়েন ব্রডির দীর্ঘ প্রায় পাঁচ মিনিট বক্তব্য রাখার ঘটনাকে মনে করিয়ে দিয়েছেন তিনি।

কোনান ও’ব্রায়েন (ছবি: অস্কার)
“লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন”, “দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন” ও ‘কোনান’ অনুষ্ঠান তিনটি সঞ্চালনা করে খ্যাতি পেয়েছেন কোনান ও’ব্রায়েন।
অ্যাকাডেমি সিইও ও সভাপতি যৌথ বিবৃতিতে বলেন, ‘কোনান পুরোপুরি জুতসই সঞ্চালক ছিলেন। হাস্যরস, উদ্দীপনা ও নিষ্ঠার সঙ্গে দক্ষতা নিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন তিনি। তার সঙ্গে আবার কাজ করতে পারা আমাদের জন্য সম্মানের।’
ডিজনি টেলিভিশন গ্রুপের সভাপতি ক্রেগ এরউইচ বলেন, ‘গেলো অস্কারে দুর্দান্ত পরিবেশনা উপহার দিয়েছেন কোনান। তাকে ফিরে পেয়ে আমরা সম্মানিত। আরেকটি মনে রাখার মতো পরিবেশনা নিয়ে আগামী বছর আবার তিনি মঞ্চ মাতাবেন, এজন্য আমি আনন্দিত।’
এমি পুরস্কার জয়ী লাইভ টেলিভিশন অনুষ্ঠান প্রযোজক রাজ কাপুর ও কেটি মুলেন টানা তৃতীয়বারের মতো অস্কারের নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জেফ রস ও মাইক সুইনি। পুরো আয়োজনের পাণ্ডুলিপি তৈরি করবেন মাইক সুইনি।
২০২৬ সালের ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯৮তম অস্কারের জমকালো আসর। এবিসি নেটওয়ার্ক ২০০টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করবে এই আয়োজন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস