ছবিঘর
“লুঙ্গি পরে ‘জংলি’ দেখলে কেমন হয়?”
চিত্রনায়িকা শবনম বুবলী ভক্তদের চমকে দিলেন! লুঙ্গি পরে প্রকাশ্যে এসেছেন তিনি। নিজের নতুন সিনেমা ‘জংলি’র প্রচারণার অংশ হিসেবে লুঙ্গি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই তারকা। কারণ ‘জংলি’র মুখ্য চরিত্রের পোশাক লুঙ্গি। নায়িকাকে লুঙ্গিতে কেমন লাগছে দেখুন ছবিতে।

লুঙ্গি পরা ছবিগুলো ফেসবুকে পোস্ট করে ভক্ত-দর্শকদের উদ্দেশ করে শবনম বুবলী লিখেছেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়? ‘জংলি’ আসছে এই ঈদে।”

‘জংলি’তে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। টিজারে তাকে চশমা চোখে একঝলক পাওয়া গেছে। ‘জংলি’ তারকা সিয়াম আহমেদের সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন তিনি। এর আগে রায়হান রাফী পরিচালিত ‘টান’ ওয়েব ফিল্মে তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছে।

এম. রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা নিয়ে শবনম বুবলী বেশ আশাবাদী। টিজার প্রকাশের পর এটি ভালো সাড়া পেয়েছে। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য সাজিয়েছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

আসন্ন ঈদুল ফিতরে শবনম বুবলীর দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘জংলি’ ছাড়াও আসছে সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা ‘পিনিক’। এতে নেতিবাচক চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। নয় বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এমন চরিত্রে দেখা যাবে তাকে। জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমার নায়ক আদর আজাদ। এ নিয়ে তৃতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করলেন তারা। এর আগে ‘তালাশ’ (২০২৩) ও ‘লোকাল’ (২০২৪) সিনেমায় দেখা গেছে তাদের।

কিছুদিন আগে প্রযোজনায় নাম লিখিয়েছেন শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে ‘বিগ প্রোডাকশন্স’। ইংরেজি ‘বিগ’ শব্দের তিনটি অক্ষরের মধ্যে ‘বি’ হলো বুবলীর নামের অদ্যাক্ষর। ‘আই’ হলো ‘ইনোভেটিভ’ অর্থাৎ অভিনব শব্দের ইংরেজি শব্দের অদ্যাক্ষর। আর ‘জি’ হলো গ্রুপ শব্দের অদ্যাক্ষর। আগামী ঈদুল আজহায় তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে একটি নাটক তৈরি হবে। ২০২৬ সালে সিনেমা প্রযোজনা করবেন তিনি।

একযুগ ধরে মিডিয়ায় যুক্ত আছেন শবনম বুবলী। সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু। এরপর বড় পর্দার নায়িকা হয়ে সবাইকে চমকে দেন। ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘বসগিরি’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস