* মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং
পরিচালনা: ক্রিস্টোফার ম্যাককোয়ারি (যুক্তরাষ্ট্র)

‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমায় ডেনজেল ওয়াশিংটন (ছবি: এ২৪)
‘দ্য রিচেস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমায় ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ‘বাই বাই’। এটি ফরাসি নারী এমেলি বোনাঁ পরিচালিত প্রথম সিনেমা। আগামী ১৩ মে দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে প্রতিযোগিতার বাইরে।
এবারের উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৫৩টি সিনেমা। এরমধ্যে প্রতিযোগিতার বাইরে বিভিন্ন শাখায় দেখানো হবে ১৮টি সিনেমা। গত ১০ এপ্রিল ফ্রান্সের রাজধানী প্যারিসে সংবাদ সম্মেলনে নির্বাচিত সিনেমার তালিকা ঘোষণা করেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ। তার পাশে ছিলেন উৎসবটির সভাপতি ইরিস নোব্লোক।
দক্ষিণ ফরাসি উপকূলীয় শহরে ১২ দিনের উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।
কান ফিল্ম ফেস্টিভ্যালের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ ও সভাপতি ইরিস নোব্লোক (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
প্রতিযোগিতার বাইরে
* বাই বাই (উদ্বোধনী সিনেমা)
পরিচালনা: এমেলি বোনাঁ (ফ্রান্স)
* অ্যা প্রাইভেট লাইফ
পরিচালনা: রেবেকা জলোতোস্কি (ফ্রান্স)
* দ্য রিচেস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড
পরিচালনা: থিয়েরি ক্লিফা (ফ্রান্স)
* কালারস অব টাইম
পরিচালনা: সেদ্রিক ক্ল্যাপিশ (ফ্রান্স)
* হাইয়েস্ট টু লোয়েস্ট
পরিচালনা: স্পাইক লি (যুক্তরাষ্ট্র)
* মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং
পরিচালনা: ক্রিস্টোফার ম্যাককোয়ারি (যুক্তরাষ্ট্র)
‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমায় ডেনজেল ওয়াশিংটন (ছবি: এ২৪)
মিডনাইট স্ক্রিনিংস
* এক্সিট এইট
পরিচালনা: গেনকি কাওয়ামুরা (জাপান)
* সানস অব দ্য নিয়ন নাইট
পরিচালনা: জুনো মাক (হংকং)
* ড্যালোওয়ে
পরিচালনা: ইয়ান গজলান (ফ্রান্স)
* দ্য সান কিং
পরিচালনা: ভাঁসো মেইল কারদোনা (ফ্রান্স)
* হানি ডোন্ট
পরিচালনা: ইথান কোয়েন (যুক্তরাষ্ট্র)
* স্প্লিটসভিল
পরিচালনা: মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো (যুক্তরাষ্ট্র)
* দ্য ওয়েভ
পরিচালনা: সেবাস্তিয়ান লেলিয়ো (চিলি)
* কনেমারা
পরিচালনা: অ্যালেক্স লুৎজ (ফ্রান্স)
* অরওয়েল: ২+২ = ৫ (প্রামাণ্যচিত্র)
পরিচালনা: রাউল পেক (হাইতি)
* দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অব ইওসেফ মেঙ্গেলে
পরিচালনা: কিরিল সেরেব্রেনিকোভ (রাশিয়া)
* লাভ অন ট্রায়াল
পরিচালনা: কোজি ফুকাদা (জাপান)
* দ্য লাভ দ্যাট রিমেইনস
পরিচালনা: হিনার পলমাসন (আইসল্যান্ড)
* মাগলহিজ
পরিচালনা: লাভ ডিয়াজ (ফিলিপাইন)
স্পেশাল স্ক্রিনিংস
* বোনো: স্টোরিস অব সারেন্ডার (প্রামাণ্যচিত্র)
পরিচালনা: অ্যান্ড্রু ডমিনিক (অস্ট্রেলিয়া)
* টেল হার আই লাভ হার
পরিচালনা: রোমান বোরাজি (ফ্রান্স)
* অ্যা ম্যাগনিফিসেন্ট লাইফ (অ্যানিমেটেড সিনেমা)
পরিচালনা: সিলভাঁ শোমে (ফ্রান্স)
* লিটল এমেলি
পরিচালনা: মেইলিস ভালাদ ও লিয়ানে-কাও হান (ফ্রান্স, ভিয়েতনাম), প্রথম সিনেমা, অ্যানিমেটেড
* আর্কো
পরিচালনা: উগো বিয়াঁভেন্যু (ফ্রান্স), প্রথম সিনেমা
* মামা
পরিচালনা: অর সিনাই (ইসরায়েল), প্রথম সিনেমা
* দ্য ওয়ান্ডারার্স
পরিচালনা: জোজেফিন জাপি (ফ্রান্স), প্রথম সিনেমা
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস