Connect with us

ঢালিউড

জয়ার সিনেমাটির মুক্তির তারিখ জানা গেলো ট্রেলারে

‘জয়া আর শারমিন’ সিনেমায় মহসিনা আক্তার ও জয়া আহসান (ছবি: আতা মোহাম্মদ আদনান)

অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’ পাঁচ বছর আগে করোনার কারণে গোটা পৃথিবী থমকে থাকার সময় তৈরি হয়েছিলো। অবশেষে এটি আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামী ১৬ মে বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা। এর অফিসিয়াল ট্রেলারে মুক্তির তারিখ উল্লেখ রয়েছে। 

করোনা মহামারির প্রেক্ষাপটে ‘জয়া আর শারমিন’ পরিচালনা করেছেন পিপলু আর খান। এতে দেখা যাবে দুই নারীর সম্পর্কের উত্থান-পতনের গল্প। জয়া হলেন অভিনেত্রী আর শারমিন তার বাসার গৃহকর্মী। লকডাউনের কারণে জয়ার বাড়িতে আটকে পড়ে তারা। তখন বাইরের বিশ্ব আচ্ছন্ন ছিলো ভয় ও অনিশ্চয়তায়। ছোট্ট আবদ্ধ জগতে তারা নিজেদের জন্য তৈরি করে নেয় একটি নিরাপদ আশ্রয়। তবে সময় গড়ানোর সঙ্গে বাইরের ভীতিকর বাস্তবতায় তাদের জীবনে নিঃশব্দে এক ধরনের বিচ্ছিন্নতা ও ভয় ঢুকতে থাকে। ধীরে ধীরে ফিকে হয়ে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে।

‘জয়া আর শারমিন’ সিনেমায় জয়া আহসান (ছবি: আতা মোহাম্মদ আদনান)

‘জয়া আর শারমিন’ পিপলু আর খানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তিনি অনেক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। এছাড়া প্রামাণ্যচিত্র নির্মাণের অভিজ্ঞতাও আছে তার।

পিপলু আর খান বলেন, “কিছু গল্প থিতু হতে সময় নেয়। মুহূর্তযাপনের মধ্য দিয়ে খুঁজে পায় আপন ভাষা। ‘জয়া আর শারমিন’ ঠিক তেমনই এক সম্পর্কের গল্প। লকডাউনের দিনগুলোতে দুই নারীর আখ্যান নিয়ে তৈরি হয়েছে এটি। একাকীত্ব তাদের সম্পর্ককে বদলে দেয় আর ভরসা, নির্ভরতা ও টিকে থাকার প্রশ্ন সামনে নিয়ে আসে। এখানে সঙ্গ, ব্যক্তিগত সীমারেখা ও সংকটকালে মানবিক সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলো ফুটে উঠেছে। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান এটি।”

‘জয়া আর শারমিন’ সিনেমায় জয়া আহসান ও মহসিনা আক্তার (ছবি: আতা মোহাম্মদ আদনান)

২০২০ সালে সীমিত একটি টিমের সহযোগিতায় মাত্র ১৫ দিনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। এতে শারমিন চরিত্রে মহসিনা আক্তার ও বিশেষ একটি ভূমিকায় অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি।

‘জয়া আর শারমিন’ যৌথভাবে প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ