স্টার জোন
জয় চৌধুরীর ব্যাটে জয় পেলো স্বপ্নধরা স্পারটান্স

স্বপ্নধরা স্পার্টান্স টিম (ছবি: ফেসবুক)
সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির (সিসিটি) উদ্বোধনী ম্যাচে গিয়াস উদ্দিন সেলিমের দল স্বপ্নধরা স্পারটান্স ৭ উইকেটে হারিয়েছে প্রবীর রায় চৌধুরীর দল নাইট রাইডার্সকে। জয়ের নায়ক চিত্রনায়ক জয় চৌধুরী। টি-২০ ফরম্যাটের এই টুর্নামেন্টে পুরুষদের জন্য ১৮ ওভার ও নারীদের জন্য ২ ওভার বরাদ্দ।
গতকাল (৫ মে) ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে রাতে টস জিতে ব্যাটিং বেছে নেন নাইট রাইডার্সের মেন্টর প্রবীর রায় চৌধুরী। তবে দুই ওপেনার রাসেল ০ (৮ বল) ও সালমান আরাফাত ৮ (১১ বল) সুবিধা করতে পারেননি। তবে ফাহিম ৩৩ (২২ বল) ও ইরফান সাজ্জাদের ৩৬ (৪২ বল) পার্টনারশিপে ভর করে লড়াই করার পুঁজি পায় দলটি। শেষের দিকে ঝড়ো ব্যাটিংয়ে পূর্ণ মিলন ২৪ (১৪ বল) ও বাপ্পি চৌধুরী ২৩ (১২ বল) রান করেন। এছাড়া রাব্বি করেছেন ৩ (২ বল) রান। অতিরিক্ত থেকে এসেছে ৩০ রান। ১২ রানে প্রথম উইকেট, ৪১ রানে দ্বিতীয়, ৮৮ রানে তৃতীয়, ১২০ রানে চতুর্থ ও ১৩৩ রানে পঞ্চম উইকেট হারায় নাইট রাইডার্স।
স্বপ্নধরা স্পার্টান্সের বাঁহাতি বোলার নাজমুল হুদা ইমন ৪ ওভারে ৩৩ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। আদনান অন্তু ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট ও তন্ময় ২ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
স্বপ্নধরা স্পার্টান্সের মেন্টর গিয়াস উদ্দিন সেলিম জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। তিনিই হেসেছেন শেষ হাসি! ডানহাতি ওপেনার জয় চৌধুরীর ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৬.৪ ওভারেই ৩ উইকেটে ১৫৮ রান করে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বপ্নধরা স্পারটান্স। বাঁহাতি ওপেনার নাজমুল হুদা ইমন ১৭ (১৬) ও আদনান অন্তু ২৯ (১৭) রান করে আউট হন। জাহের আলভি ২৪ (২১) রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। ৫১ রানে প্রথম উইকেট, ১২৮ রানে দ্বিতীয় উইকেট ও ১৫২ রানে তৃতীয় উইকেট হারায় স্বপ্নধরা স্পারটান্স। সাব্বির আহমেদ ৬ (৭) ও সাজ্জাদ খান সান ৩ (২) রানে অপরাজিত ছিলেন। অতিরিক্ত থেকে এসেছে ১৮ রান।
নাইট রাইডার্সের হয়ে ইমরান খান ৩৭ রানে ২ উইকেট (৩.৪ ওভার) সালমান আরাফাত ২২ রানে ১ উইকেট (৩ ওভার) নিয়েছেন।
এর আগে মেয়েদের লড়াইয়ে নাইট রাইডার্সকে হারিয়েছে স্বপ্নধরা স্পার্টান্স। ২ ওভারে নাইট রাইডার্স করতে পেরেছে বিনা উইকেটে ১৩ রান। স্বপ্নধরা স্পার্টান্স ১ ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে গেছে।

মাঠে জয় চৌধুরী (ছবি: ফেসবুক)
সংক্ষিপ্ত স্কোর (পুরুষ)
স্বপ্নধরা স্পারটান্স ১৫৮/৩ (১৬.৪ ওভার)
নাইট রাইডার্স ১৫৭/৫ (১৮ ওভার)
ফল: স্বপ্নধরা স্পার্টান্স ৭ উইকেটে জয়ী
সংক্ষিপ্ত স্কোর (নারী)
নাইট রাইডার্স ১৩/০ (২ ওভার)
সালহা খানম নাদিয়া ১১ (৯), অনন্য ফাতেমা ২ (৩)
আয়শা মনিকা ০/৬, মৌ ০/৭
স্বপ্নধরা স্পার্টান্স ১৫/০ (১ ওভার)
আয়শা মনিকা ৯ (৩ বল), রুবাইয়া এশা ৬ (৩ বল)
অনন্য ফাতেমা ০/১৫
ফল: স্বপ্নধরা স্পার্টান্স জয়ী
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস