Connect with us

Uncategorized

গুণী সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মুস্তাফা জামান আব্বাসী (জন্ম: ৮ ডিসেম্বর, ১৯৩৬; মৃত্যু: ১০ মে, ২০২৫)

একুশে পদকপ্রাপ্ত গুণী সংগীতশিল্পী, সুরকার, অধ্যাপক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ (১০ মে) ভোরে ঢাকার বনানীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

মুস্তাফা জামান আব্বাসীর বড় মেয়ে সংগীতশিল্পী সামিরা আব্বাসী বাবার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘আমার সোনার চান পাখী… আর দেখা হবে না ?’

মুস্তাফা জামান আব্বাসী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল (৯ মে) শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের সন্তান মুস্তাফা জামান আব্বাসী ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। তার বড় ভাই মোস্তফা কামাল ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। বোন ফেরদৌসী রহমান ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী।

মুস্তাফা জামান আব্বাসী ছিলেন একাধারে সংগীতশিল্পী, সংগ্রাহক, উপস্থাপক, গবেষক, সাহিত্যিক, অনুবাদক ও দার্শনিক। তিনি গান গাওয়ার পাশাপাশি অর্ধশত বই লিখেছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৫ সালে একুশে পদকে ভূষিত হন এই সংগীতজ্ঞ। এছাড়া তার ঝুলিতে আছে ‘চ্যানেল আই নজরুল মেলা’র আজীবন সম্মাননাসহ অনেক স্বীকৃতি। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য তার উপস্থাপনায় ‘ভরা নদীর বাঁকে’ অনুষ্ঠানটি দর্শকপ্রিয় ছিলো।

ব্যক্তিজীবনে মুস্তাফা জামান আব্বাসী ১৯৬৩ সালের ২০ জানুয়ারি বিয়ে করেছেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ভাতিজি, শিক্ষাবিদ ও লেখক আসমা আব্বাসীকে। তাদের দুই মেয়ে সামিরা আব্বাসী ও শারমিনী আব্বাসী।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ