ওটিটি
‘বোহেমিয়ান ঘোড়া’য় মোশাররফের ৮ নায়িকা

(ওপরে বাঁ থেকে) মোশাররফ করিম, রুনা খান ও তানজিকা আমিন, (মাঝে বাঁ থেকে) মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান ও জুঁই করিম, (নিচে বাঁ থেকে) বৃষ্টি, ফারহানা হামিদ ও সারাহ জেবিন অদিতি (ছবি: হইচই)
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মহানগর’ সিরিজে ওসি হারুন ও ‘মোবারকনামা’য় আইনজীবী মোবারক চরিত্রে দর্শক মাতিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এবার ট্রাকচালকের ভূমিকায় হইচইয়ের পর্দায় আসছেন তিনি। নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় ট্রাকচালক আব্বাস চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে এতে অভিনয় করেছেন আট জন অভিনেত্রী। তারা হলেন– রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, সারাহ জেবিন অদিতি ও বৃষ্টি।
কমেডি ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দারুণ গল্প ও চরিত্রের জন্যই এতে আমার যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। তাই এই সিরিজ নিয়ে প্রত্যাশা অনেক। দর্শকরা ‘বোহেমিয়ান ঘোড়া’য় নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।”
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ‘বোহেমিয়ান ঘোড়া’ প্রসঙ্গে বলেন, ‘ট্রাকচালক আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা ও সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে এই সিরিজে। এছাড়া আছে রোড অ্যাডভেঞ্চার। এতে যারা অভিনয় করেছেন তারা সবাই আমার প্রাণের মানুষ। আমাদের সবার একত্রে এই পথচলা ছিলো দারুণ।’

‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজের অভিনয়শিল্পীরা (ছবি: হইচই)
হইচইয়ের পর্দায় এর আগে বেশকিছু চরিত্রে দেখা গেছে রুনা খানকে। ‘বোহেমিয়ান ঘোড়া’য় তার চরিত্রটি গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।
বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে তাকে দেখা যাবে ‘বোহেমিয়া ঘোড়া’য়। মৌসুমী হামিদ অভিনয় করেছেন মৌয়ালের ভূমিকায়। সাদিয়া আয়মান চঞ্চল তরুণীর ভূমিকায় দর্শকদের সামনে আসছেন।
মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিমকে দেখা যাবে নতুন আঙ্গিকে। ফারহানা হামিদের চরিত্রে আছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। এছাড়া দুই নতুন মুখ অদিতি ও বৃষ্টির আবির্ভাব ঘটছে এই সিরিজে। শিগগিরই এটি মুক্তি পাবে হইচইয়ে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস