Connect with us

ঢালিউড

ধ্বংসের সিগন্যাল নিয়ে আসছে শাকিবের ‘তাণ্ডব’ পূর্বাভাস

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তাণ্ডব’ সিনেমার প্রচারণামূলক পোস্টারে শাকিব খান (ছবি: আলফা আই)

ঢালিউড বক্স অফিসের রেকর্ড ‘বরবাদ’ করার পর ‘তাণ্ডব’ চালাতে আসছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আগামীকাল (১৮ মে) সকাল ১১টা ৩০ মিনিটে এর পূর্বাভাস আসছে। একটি পোস্টারের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে দেখা যাচ্ছে, একহাতে বন্দুক নিয়ে আরেক হাত কোমরে রেখে স্টাইলিশ ভঙ্গিতে সানগ্লাস চোখে দাঁড়িয়ে আছেন শাকিব।  

আজ (১৭ মে) সন্ধ্যায় প্রচারণামূলক পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রায়হান রাফী লিখেছেন, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০-এ! আসছে ‘তাণ্ডব’ ফোরকাস্ট! ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!’

একই পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাকিব লিখেছেন, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০-এ! আসছে ‘তাণ্ডব’ ফোরকাস্ট! ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!’

শাহরিয়ার শাকিল, শাকিব খান ও রায়হান রাফী (ছবি: আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড)

‘তুফান’ সিনেমার মাধ্যমে দেশ-বিদেশের বক্স অফিস কাাঁপানো পর ‘তাণ্ডব’ সিনেমার জন্য আবার জোট বেঁধেছেন শাকিব খান, রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল। এবার সিনেমাহলে ‘তাণ্ডব’ চালাবেন তারা। আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ভারতের এসভিএফের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এটি।

সাবিলা নূর (ছবি: ফেসবুক)

‘তাণ্ডব’ মুক্তি পাবে চলতি বছরের ঈদুল আজহায়। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এটাই তার প্রথম সিনেমা। এর গল্প লিখেছেন রায়হান রাফী। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন আদনান আদিব খান। ‘তুফান’ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন তিনিই।

শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এর আগে ‘তুফান’ ও ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেছেন রায়হান রাফী। ‘তাণ্ডব’-এর মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ হলো তাদের।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ